রাকিবুল হাসান নূর, ব্রাহ্মণবাড়িয়া || আপডেট: ০৭:৫০ অপরাহ্ন, ১৯ সেপ্টেম্বর ২০১৫, শনিবার
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রাম থেকে রিজিয়া আক্তার (৪০) নামে এক গৃহবধূর গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুরে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত রিজিয়া ওই গ্রামের জাকারিয়ার স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. মহিউদ্দিন জানান, জাকারিয়া ঢাকায় চাকরি করেন। তার স্ত্রী রিজিয়া গ্রামের বাড়িতে থাকতেন। শনিবার দুপুরে খোলা দরজা দিয়ে ঘরের ভেতর রিজিয়ার গলাকাটা মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠায়।
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur