চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ইয়াং টাইর্গাস অনুর্ধ্ব ১৪ বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয়েছে চাঁদপুর জেলা অনুর্ধ্ব ১৪ ক্রিকেট দল ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজেন গতকাল অনুষ্টিত প্রতিযোগিতার ফাইনাল খেলায় অংশ নেয় ব্রাক্ষèবাড়িয়া ও চাঁদপুর জেলা ক্রিকেট দল । খেলায় ব্রাম্মনবাড়িয়াকে ৬ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে চাঁদপুর ।
খেলা শেষে পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল ।
জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি , ক্রিকেট উপকমিটির সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) শওকত ওচমানের সভাপতিত্বে ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুর পরিচালনায় অনন্যর মধ্যে বক্তব্য রাখেন অভিভাবকদের পক্ষে হাইমচরের সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান পেদা, চাঁদপুর পৌরসভার সচিব আবুল কালাম ভুইয়া , চাঁদপুর জেলা দলের কোচ জয়নাল আবেদীন ও ব্রা¤œবাড়িয়ার কোচ রুহল কুদ্দুস শামিম । উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য আলহাজ¦ তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া জীবন, সাবেক সাধারন সম্পাদক সোহেল রুশদী, জেলা ক্রিকেট কোচ শামিম ফারুকী, ফুটবল উপকমিটির সম্পাদক শাহির হোসেন পাটওয়ারী, ক্রীড়া সংগঠক আবু নাসের হোসাইন বাচ্চু পাটওয়ারী, সাবেক চাঁদপুর পৌরসভার প্যানেল চেয়ারম্যান ফরিদ আহমেদ বেপারীসহ গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।
নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ১১:৫৩ পিএম, ৯ জানুয়ারি ২০১৮, মঙ্গলবার
ডিএইচ