Home / চাঁদপুর / ব্যবসায়ীদের নীতিবোধ ও দেশপ্রেম থাকতে হবে : চাঁদপুর জেলা প্রশাসক
ব্যবসায়ীদের নীতিবোধ ও দেশপ্রেম থাকতে হবে : চাঁদপুর জেলা প্রশাসক

ব্যবসায়ীদের নীতিবোধ ও দেশপ্রেম থাকতে হবে : চাঁদপুর জেলা প্রশাসক

চাঁদপুর জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল বলেছেন, ‘ব্যবসায়ীদের নীতিবোধ ও দেশপ্রেম থাকতে হবে। মুক্তবাজার অর্থনীতিতে সরকার মূল্য নিয়ন্ত্রণ করে না। তবে বাজার মূল্য ঠিক আছে কিনা তা মনিটরিং করার দায়িত্ব আমাদের রয়েছে।’

চাঁদপুরের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে বুধবার (৫ অক্টোবর) সকাল ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা মাকেটিং অফিসের উদ্যোগে জেলা বাজার উপদেষ্টা কমিটির জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি বেকারী মালিক সমিতি কর্তৃক ঘোষণা দিয়ে পণ্যের মূল্য বৃদ্ধি করার প্রসঙ্গে তিনি বলেন, ‘সমিতির মাধ্যমে বেকারীর পণ্যমূল্য বাড়ানো হলে সে সিন্ডিকেট ভাঙ্গার ক্ষমতা প্রশাসনের রয়েছে । এ ক্ষেত্রে মোবাইল কোর্টের মাধ্যমে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

বেকারী মালিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘বেকারীর দাম বাড়ানো যাবে না, কোয়ালিটি বাড়াতে হবে। তাহলে এমনিতেই ক্রেতা বাড়বে। কোনো বেকারীর মেয়াদোত্তীর্ণ পাউরুটি, বিস্কুট বিক্রি করা যাবে না। বেকারীগুলোতে পরিবেশ তৈরি করতে হবে। বেকারীর কর্মচারীদের ভালো আবাসন ব্যবস্থা থাকতে হবে। এসব নিশ্চিত করার দায়িত্ব বেকারী মালিকদের। জেলা প্রশাসন, বিএসটিআই, ক্যাব, মাকেটিং অফিস এসব ঠিক আছে কিনা তা মনিটরিং করবে ।’

সভায় ব্ক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহাদাত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আব্দুল হাই, জেলা মার্কেটিং অফিসার এন এম রেজাউল, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি বি এম হান্নান, সাধারণ সম্পাদক সোহেল রুশদী, চাঁদপুর জেলা ক্যাবের সভাপতি জীবন কানাই চক্রবর্তী, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, চাঁদপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মো. মোস্তফা কামাল, জেলা তথ্য অফিসার মো. নুরুল হক, জেলা বেকারী মালিক সমিতির সভাপতি এস এম জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক বি এম হারুনুর রশিদ, ফরিদগঞ্জ বেকারী মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, পালবাজার ব্যবসায়ী সমিতির প্রতিনিধি শামছল হক পাটওয়ারী প্রমুখ ।

স্টাফ করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ০২:৩০ পিএম, ০৫ অক্টোবর ২০১৬, বুধবার
ডিএইচ

Leave a Reply