চাঁদপুর শহরের প্রান কেন্দ্র বঙ্গবন্ধু সড়কে হাজীবাড়ী এলাকায় প্রান ও এসিআই পরিবেশকের অফিসের তালা কেটে মুখোশ পড়া অবস্থায় দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। ৩০ জানুয়ারি রোববার দিনগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে জামিলা এন্টার প্রাইজের স্বাত্তাধিকারী মো: হাসান আলী মজুমদার সেন্টুর অফিসে এই ঘটনা ঘটে। চোর চক্র প্রতিষ্ঠানের মালামাল,একটি এলইডি টিভি ও নগদ প্রায় ৬০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে।
৩১ জানুয়ারি সোমবার চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে থানার উপ-পরিদর্শক মো: সাখায়াত হোসেন সঙ্গীয় ফোর্সসহ খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল পরিদর্শক করেন। এই ঘটনায় মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
সরোজমিনে ঘটনাস্থলে গিয়ে জানা গেছে, প্রতিদিনের ন্যায় বঙ্গবন্ধু সড়কের জামিলা এন্টার প্রাইজের স্বাত্তাধিকারী মো: হাসান আলী মজুমদার সেন্টু রোববার রাতে তার অফিসের বিক্রয় প্রতিনিধি দিয়ে শহরের মার্কেটে বিক্রি করা প্রায় ৬০হাজার টাকা ক্যাশ বাক্সে রেখে অফিসের তালা বদ্ধ করে বাসায় চলের যায়। সোমবার সকাল ৯টার দিকে অফিস খোলতে এসে দেখতে পায় অফিসের তালা কেটে চোরের দল তার জামিলা এন্টারপ্রাইজের ভিতরে প্রবেশ করে ক্যাশ বাক্স ভেঙে নগদ ৬০ হাজার টাকা, একটি ভিশন এলইডি ৩২ইঞ্চি টিভি যার মূল্য ২০হাজার টাকা ও মালামাল লুট করে নিয়ে গেছে।
তাৎক্ষনিক বিষয়টি চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদ, চাঁদপুর পৌরসভা ১২নং ওয়ার্ড কাউন্সিলর মো: হাবিবুর রহমান দর্জি ও এলাকাবাসীকে অবগত করেন।
এ ব্যাপারে জামিলা এন্টার প্রাইজের স্বাত্তাধিকারী মো: হাসান আলী ঘটনাটি তদন্ত করে চোরের দলকে আটক করার জন্য জোর দাবী জানিয়েছেন প্রশাসনের নিকট।
প্রসঙ্গত, গত কয়েকদিন পূর্বেও এ সড়কের মুখে একটি ঔষধের দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। সে ঘটনাও এখন পর্যন্ত কেউ আটক হয়নি। এতে করে চোর চক্র ধরা না পড়ায় চুরি শহরে বেড়েই চলছে।
এলাকাবাসী জানান,এ বঙ্গবন্ধু সড়কে রাতের বেলা জনগনের জানমালের নিরাপত্তার জন্য এখানে কোন কমিউনিটি পুলিশ টহল সদস্য টহলের কাজে নিয়োজিত নেই। তাই তারা মাননীয় পুলিশ সুপার মিলন মাহমুদের কাছে দাবি জানান, এই এলাকায় কমিউনিটি পুলিশী টহল সদস্যদের টহল জোরদার করার জন্য।
এ বিষয়ে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদ জানান, ‘ঘটনাটি জানার পর ঘটনাস্থলে থানার অফিসার পাঠানো হয়েছে। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে থানায় ভিকটিম অভিযোগ দিয়েছে। তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।’
স্টাফ করেসপন্ডেট, ৩১ জানুয়ারি ২০২২