Home / সারাদেশ / বন্যার্তদের পাশে চাঁদপুরের ব্যান্ড দল
band dall

বন্যার্তদের পাশে চাঁদপুরের ব্যান্ড দল

চাঁদপুরের ‘ব্যান্ড সঙ্গীত দল’চলমান বন্যার্তদের সাহায্যের আবেদন জানাইয়ে চাঁদপুরের ব্যান্ড শিল্পীগণ বিভিন্ন ধরনের জাগরণী গান পরিবেশন করছেন। ২৯ আগস্ট সকাল থেকেই চাঁদপুর বাস স্ট্যান্ডে রাজিব, সুভ্র ও বাতেন এর পরিচালনায় দিনভর বাংলাদেশের প্রখ্যাত শিল্পীদের গাওয়া দেশাত্মকবোধক, জাগরণী ও ভক্তিমূলক গান পরিবেশন করছেন।

চাঁদপুর থেকে বের হাওয়া ও আগমনকারী সকল প্রকার যান-বাহন আরোহীদের এ সব গান ব্যাপক প্রেরণা যুগাচ্ছে।‘ মানুষ মানুষের জন্য ; জীবন জীবনের জন্য’- এ শ্লোগানকে ধারণ করে শিল্পীগণ এ কনসার্ট এর আয়োজন করেছে-চাঁদপুরের এ ‘ব্যান্ড সঙ্গীত দল’।

সংগ্রহকৃত সমুদয় অর্থ চাঁদপুর জেলাসহ আশ-পাশের জেলার বন্যাপীড়িত মানুষের জন্য ব্যয় করা হবে বলে ব্যান্ড সঙ্গীত দলের একজন শিল্পী চাঁদপুর টাইমসের এ প্রতিনিধিকে জানান ।

প্রসঙ্গত – বন্যার্তদের সহায়তায় এগিয়ে এসেছে পুরো দেশের মানুষ। অর্থ,পোশাক,খাবার যে যেভাবে পারছেন বন্যার্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। অনেকে আবার ছুটে গেছেন বন্যাকবলিত এলাকায়। দেশের সংগীতাঙ্গনের মানুষও নেমেছেন বন্যার্তদের জন্য তহবিল সংগ্রহে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের সমর্থন জানিয়ে রাজপথে নেমেছিল দেশের সংগীতাঙ্গনের মানুষ। একই নামে বন্যার্তদের জন্য তহবিল সংগ্রহে নেমেছেন ব্যান্ড সংগীতের শিল্পীরা। বন্যাকবলিত এলাকার মানুষের জন্য সব মিউজিশিয়ান এক হয়েছে। তাদের জন্য কিছু উদ্যোগ নিয়েছে। সেটার জন্য ফান্ডের দরকার। ইতিমধ্যে অনেক ফান্ড এসেছে।

এদিকে বন্যার্তদের জন্য ত্রাণ ও অর্থ সংগ্রহের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে শুক্রবার আয়োজন করে ‘জরুরি সংযোগ’ শিরোনামের কনসার্ট। জরুরি সংযোগ কনসার্টে আসা দর্শক শ্রোতারা বন্যায় আক্রান্তদের সাহায্যার্থে অর্থ ও ত্রাণ নিয়ে আসেন। সে মতে চাঁদপুরের ব্যান্ড সঙ্গীত দল এর আয়োজন করে।

স্টাফ রিপোর্টার
২৯ আগস্ট ২০২৪
এজি