চাঁদপুর পৌরসভার ১০ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২১ এর উদ্বোধন করা হয়েছে। ২০ জানুয়ারি বুধবার সন্ধ্যায় চাঁদপুর শহরের নতুন বাজার পানির টাংকির মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী।
তিনি বলেন, খেলাধুলার বিষয়ে বর্তমান সরকারের বহু পদক্ষেপ রয়েছে। খেলাধুলায় সম্পৃক্ত থাকলে বর্তমান যুবসমাজ কখনো খারাপ পথে যাবে না, খেলাধুলার মাধ্যমে যে কোন মানুষ নিজেকে সমাজে নতুন করে পরিচিত করে তুলতে পারে। তাই দেহ মন সুস্থ রাখতে হলে আমাদেরকে সব সময় খেলাধুলার প্রতি আগ্রহী হতে হবে। আমি মনে করি যারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে তারা নিজেকে ভালো খেলোয়াড় হিসেবে গড়ে তোলে তারা একদিন জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পাবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান ভূঁইয়া, চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও চাঁদপুর ক্যাবল নেটওয়ার্কের পরিচালক মোঃ মজিবুর রহমান, ১০ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ ইউনূছ শোয়েব, ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক বাপ্পী পাল।
ব্যাডমিন্টন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক সেলিম আহমেদ টুমুর পরিচালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব আরিফুল হক সজীব, সমন্বয়ক মোঃ ফিরোজ সহ পরিচালনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
টুর্নামেন্টের সচিবসার্বিক সহযোগিতায় ছিলেন, ওয়াহেদ ইলেকট্রিক ষ্টোরের প্রোপাইটর নাসির খান।
স্টাফ করেসপন্ডেন্ট, ২০ জানুয়ারি ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur