শাহরাস্তি

ব্যাডমিন্টন খেলা ও পুরস্কার বিতরণ

চাঁদপুরের শাহরাস্তিতে মুজিববর্ষ উদযাপনে ব্যাডমিন্টন খেলার পুরস্কার বিতরণ ১৭ জানুয়ারি শুক্রবার বিকেলে চিতোষী পশ্চিম ইউনিয়নের খেড়িহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে অনুষ্ঠিত হয়।

খেড়িহর আদর্শ সমাজ কল্যান যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত এ খেলায় খেলায় ২৪টি দল অংশ গ্রহণ করে। ফাইনালে বাসার সৈনিক রফিক একাদশকে হারিয়ে বীর সৈনিক হামিদুর রহমান একাদশ বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে রফিক আহম্মেদ গোপরানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলিগের অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আনিসুর রহমান বিজয়।

মোঃ ইব্রাহিম ব্যাপারীর উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি প্রার্থী মোঃ সামছুল হক মিয়াজী, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মীর হোসেন বাবুল, খেড়িহর আদর্শ সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি ও খেড়িহর সপ্রাবির প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুস ভূইয়াসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়া মুধীবৃন্দ উপস্থিত ছিলেন। ।

পরে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন দলের পুরস্কার তুলে দেন।

প্রতিবেদক : জামাল হোসেন, ১৭ জানুয়ারি ২০২০

Share