চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিকে থাকার লড়াইয়ে নিউজিল্যান্ডকে পাঁচ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। কিউইদের বিপক্ষে পাঁচ উইকেটে ঐতিহাসিক জয়ে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন দলের মিডল অর্ডার ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ। ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি হাঁকান তিনি।
তিন সেঞ্চুরির দুটিই আসে নিউজিল্যান্ডের বিপক্ষে। কার্ডিফে কিউইদের বিপক্ষে সেঞ্চুরি হাঁকানোর পর এক রহস্যময় উদযাপন করেন মাহমুদুল্লাহ। তার এই উদযাপনে ব্যাট উচিয়ে কিছু একটা ইঙ্গিত দিয়েছিলেন রিয়াদ। তার এই উদযাপনের রহস্য জানতে উদগ্রীব হয়ে পড়ে ক্রিকেট সমর্থক হতে ক্রিকেট বিশেষজ্ঞরাও।
অবশেষে এমন উদযাপনের রহস্য জানালেন খোদ মাহমুদুল্লাহ রিয়াদই। তার এই এমন উদযাপনের কারণ ছিল রিয়াদের পাঁচ বছর বয়সী ছেলে রাঈদকে নিয়ে।
রিয়াদ বলেন, “এবার ইংল্যান্ডে আসার আগে ব্যাগ গোছাচ্ছিলাম। আমার ছেলে পাশে থেকে দেখছিল। হঠাৎ একটি ব্যাট নিয়ে ছেলেটা ওর নাম লিখল ব্যাটে। আমাকে বললো, বাবা এই ব্যাট দিয়ে খেলো, ভালো খেলতে পারবে। আমি ওই ব্যাট দিয়েই খেলেছি। সেঞ্চুরির পর ছেলের কথাটিই বোঝাতে চেয়েছিলাম।”
নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সম ৪: ০০ পিএম, ১১ জুন ২০১৭, রোববার
ডিএইচ