খেলাধুলা

ব্যাট দিয়ে স্টাম্পে আঘাত : ফাইনালে খেলার বিষয়ে যে সিদ্ধান্ত জানালো আইসিসি

আউট হয়ে ব্যাট দিয়ে স্টাম্প পিটিয়ে আলোচনায় এসেছেন জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে ঘটনাটা ঘটিয়েই আম্পায়ারের কাছে ক্ষমা চেয়েছিলেন তিনি। তবে অপরাধ তো করেই বসেছিলেন তিনি। এতে যে আইসিসির আচরণবীধি ভঙ্গ হয়েছে তা ভালো করেই জানে সাকিব। তাই তো অপরাধ করে জোর ক্ষমা চেয়েছেন তিনি।

তবে এই অপরাধের জন্য কোন ম্যাচের জন্য নিষিদ্ধ হয়নি সাকিব। তাকে আনুষ্ঠানিকভাবে সতর্ক করে দিয়েছে আইসিসি। আইসিসির কোড অব কন্ডাক্টের ২.১.৮ ধারায় দোষী হয়েছেন সাকিব। এই ধারায় খেলার সময় ক্রিকেট সরঞ্জামের অপ ব্যবহারের কথা বলা আছে।

বৃহস্পতিবার সকালে সাকিব আইসিসি ম্যাচ রেফারি জেফ ক্রোর কাছে নিজের দোষ স্বীকার করে নিয়েছেন সাকিব। তাই আর আনুষ্ঠানিক শুনানীর দরকার পড়েনি। লেভেল ওয়ান এই অপরাধের সর্বনিম্ন শাস্তি সতর্ক করে দেয়া। সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা। তবে সাকিবকে ৫০% জরিমানা এবং সতর্ক করেই ছেড়ে দেয়া হয়েছে তাকে।-কালের কন্ঠ

Share