Home / খেলাধুলা / টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান, ইয়াসিরের অভিষেক
ব্যাটিংয়ে

টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান, ইয়াসিরের অভিষেক

সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিং নিয়েছে আফগানিস্তান। ফলে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরুতে ফিল্ডিংয়ে নামছে বাংলাদেশ।

টসের সময় ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল বলেছেন, টস জিতলে তিনিও ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতেন।

ওয়ানডে সিরিজের আগে ইয়াসির আলীর অভিষেকের একটা ইঙ্গিত ছিল। হয়েছেও তাই। প্রথম ওয়ানডে দিয়েই অভিষেক হচ্ছে এই মিডল অর্ডার ব্যাটারের।

সময়ের হিসেবে দীর্ঘ সাত মাস পর বাংলাদেশ ওয়ানডে খেলতে নামছে। সর্বশেষ গত জুলাইয়ে জিম্বাবুয়ে থেকে জিতে আসার পর শুধু টেস্ট আর টি-টোয়েন্টিতেই মেতে ছিল তামিমের দল। অবশ্য এই সময় পুরো শক্তির দল এক সঙ্গে ছিল না। সাকিব-মুশফিকের ফেরায় স্বাভাবিকভাবেই মিডল অর্ডারে শক্তি বেড়েছে।

আইসিসির ওয়ানডে সুপার লিগের অংশ বলে দুই দলের তিন ম্যাচের এই সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ। ওয়ানডে সুপার লিগে ভালো অবস্থায় আছে দুই দলই। ১২ ম্যাচে ৮ জয়ে ৮০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে বাংলাদেশ। অন্যদিকে আফগানিস্তানের ৬ ম্যাচের সবকটিতে জিতে ৬০ পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছে। দুই দলের সামনে সুযোগ সিরিজটি জিতে আরও এগিয়ে যাওয়ার।মুখোমুখি লড়াইয়েও জয়ের পাল্লা ভারি বাংলাদেশের। ৮ ম্যাচে তামিমদের জয় ৫টিতে, আফগানরা জিতেছে ৩টি।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, তামিম ইকবাল (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটকিপার), ইয়াসির আলী, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, গুলবাদিন নাইব, মোহাম্মদ নবি, রশিদ খান, মুজিব উর রহমান, ইয়ামিন আহমাদজাই, ফজলহক ফারুকি।