বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৩৩তম ম্যাচে স্বাগতিক চিটাগং ভাইকিংসের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী কিংস। শেষ চারের লড়াইয়ে টিকে থাকতে তাদের সামনে জয়ের বিকল্প নেই। আর হারলেই শেষ হয়ে যাবে চলমান আসরে প্লে-অফে খেলার স্বপ্ন।
অপর দিকে সুযোগ প্রায় শেষ চিটাগং ভাইকিংসেরও। জয় পরাজয় তাদের শেষ চারে যুদ্ধে প্রভাব পড়বে না। কারণ ইতোমধ্যেই বাদ পড়েছে দলটি।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে দুপর একটায় মুখোমুখি হবে দুই দল। খেলাটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও মাছরাঙা টিভি।
আসরে নয় ম্যাচ খেলে মাত্র ৩ জয় আর ৬ পরাজয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে অবস্থান মুশফীক-স্যামির রাজশাহীর।
অপরদিকে কম বাজেটা গড় চিটাগং ভাইকিংস রয়েছে টেবেলির একবারে শেষে। চিটাগংও ৯ ম্যাচ খেলে জয় পেয়েছে মাত্র ২টিতে, এক ড্র আর ৬ পরাজয়ে তাদের পয়েন্ট ৫।
নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ১ : ০০ পিএম, ২৯ নভেম্বর ২০১৭, বুধবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur