দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের সর্বশেষ ম্যাচে টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছে বাংলাদেশ। শেষবারের মত টি-টোয়েন্টিতে টস করলেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
অসুস্থতায় এই ম্যাচে খেলছেন না ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। তার পরিবর্তে সৌম্য সরকারের সঙ্গে ওপেন করবেন ইমরুল কায়েস।
এছাড়া এই ম্যাচের মাধ্যমেই ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে অভিষেক হলো মেহেদী হাসান মিরাজের। ম্যাচটি সরাসরি দেখা যাচ্ছে চ্যানেল নাইন এবং টেন ক্রিকেটে।
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচটি বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার শেষ টি-টোয়েন্টি ম্যাচ। গত ৪ এপ্রিল প্রথম ম্যাচের বল মাঠে গড়ানোর আগেই তিনি টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানান। ম্যাশের বিদায়ী ম্যাচে তার জন্যই মাঠে নামবে টাইগাররা। প্রিয় অধিনায়ককে দারুণ বিদায় জানাতে জয়ের বিকল্প কিছু ভাবছে না বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ: ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম (উইকেটকিপার), সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, মাহমুদ উল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাঈফুদ্দিন, মুস্তাফিজুর রহমান।
নিউজ ডেস্ক
আপডেট, বাংলাদেশ সময় ০৭: ৪৫ পিএম, ৬ এপ্রিল ২০১৭, বৃহস্পতিবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur