Home / জাতীয় / র‍্যাবে যুক্ত হলো বিশেষ ব্যাজ ‘ইনসিগনিয়া’
rab

র‍্যাবে যুক্ত হলো বিশেষ ব্যাজ ‘ইনসিগনিয়া’

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যদের জন্য একটি ‘ইনসিগনিয়া’ (বিশেষ ব্যাজ) অনুমোদিত হয়েছে। গত ২১ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ ‘ইনসিগনিয়া’র অনুমোদন দেয়া হয়।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বার্তায় বলা হয়েছে, র‍্যাব ফোর্সেস আটটি বাহিনী ও সংস্থার সমন্বয়ে গঠিত একটি চৌকস এলিট ফোর্স। বিভিন্ন বাহিনী থেকে আসা সদস্যেরা একটি নির্দিষ্ট সময় সেবা দিয়ে নিজ বাহিনীতে ফিরে যান। র‍্যাবের এ সম্মিলিত কার্যক্রমকে স্মরণীয় করে রাখার লক্ষ্যে সব র‍্যাব সদস্যের জন্য একটি ‘ইনসিগনিয়া’ অনুমোদিত হয়েছে।’

বার্তায় আরও বলা হয়, “এ ‘ইনসিগনিয়া’ প্রত্যেক সদস্য আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক পোশাকের সঙ্গে নিজ নিজ ড্রেস রুল অনুযায়ী পরতে পারবেন। সব র‍্যাব সদস্যের জন্য এটি অনন্য সম্মান ও গৌরবের প্রতীক।’

২৮ মার্চ ২০২২
এজি