বুধবার থেকে ব্যাংক খোলা ৯-৪টা

এখন থেকে দেশের ব্যাংকের কার্যক্রম ১০-৫টার পরিবর্তে ৯-৪টা করা সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামি বুধবার (২৪ আগস্ট) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

সোমবার ২২ আগস্ট সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এমন নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। তিনি তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে এ বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি জানান, বৈঠকে অনির্ধারিত আলোচনায় দেশের বিদ্যুৎ ব্যবস্থাপনার বিষয়ে কেবিনেটের বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এরমধ্যে সরকারি এবং স্বায়ত্তশাসিত অফিস সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে বেসরকারি প্রতিষ্ঠানের সময়সূচির ব্যাপারে কোনও সিদ্ধান্ত হয়নি।

এ বিষয়ে প্রতিষ্ঠানের নিজস্ব সুবিধাজনক অবস্থায় নিজেরা নির্ধারণ করবে।

যতদিন বিদ্যুৎ এবং জ্বালানির বিষয়ে একটা সুবিধাজনক অবস্থায় না আসবে,ততদিন এ নির্দেশনা বহাল থাকবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদারও উপস্থিত ছিলেন।

২২ আগস্ট ২০২২
এজি

Share