চাঁদপুরে সরকারি ও বেসরকারি ব্যাংকগুলোতে ৫২৪ কোটি টাকা অনাদায়ী হিসাবে পড়ে রয়েছে । ২০২১-২২ অর্থবছরের ডিসেম্সবর পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যাংক সমূহের কৃষি ঋণ বিতরণ ও অন্যান্য তথ্য সংক্রান্ত এক বিবরণীতে এ তথ্য জানা যায়।
প্রাপ্ত তথ্যমতে-চাঁদপুর জেলার সোনালী ব্যাংকের ৫৪ কোটি ৫৪ লাখ ২৬ হাজার টাকা, অগ্রণী ব্যাংক এর ৭০ কোটি ১২ লক্ষ ৩০ হাজার টাকা,জনতা ব্যাংকের ৩০ কোটি ৯৩ লাখ ৩৩ হাজার টাকা, বাংলাদেশ কৃষি ব্যাংকের ৩০১ কোটি ৯৫ লাখ ৩ হাজার টাকা, কর্মসংস্থান ব্যাংকের ১২ কোটি ৩২ লাখ ১ হাজার টাকা, রূপালী ব্যাংকের ৩ কোটি ৭৪ লাখ ৬৬ হাজার টাকা এবং বেসিক ব্যাংকের ১ কোটি ৪২ লাখ ৮২ হাজার টাকা বকেয়া পড়ে আছে।
এছাড়াও চাঁদপুর জেলার সব উপজেলায় বেসরকারি ব্যাংকে ৪৭ কোটি ৩৫ লাখ ৫ হাজার টাকা বকেয়া রয়েছে।
টাকা আদায়ের চলমান প্রক্রিয়া বিদ্যমান রয়েছে বলে সংশ্লিষ্ট ব্যাংকের এক তথ্যে জানা গেছে।
প্রাপ্ত তথ্য মতে জানা যায় এসব অর্থ শুরু থেকে এ পর্যন্ত পড়ে আছে পড়ে রয়েছে এরমধ্যে ৬৫ কোটি ৮৩ লাখ ৫৯ হাজার টাকা মেয়াদোত্তীর্ণ খাতে রয়েছে।
এদিকে চাঁদপুরের সকল ব্যাংকগুলোতে ২০২১-২২ অর্থবছরের ডিসেম্বর পর্যন্ত সোনালী ব্যাংক আদায় করেছে ৭ কোটি ১৭ লাখ ৭০ হাজার টাকা,অগ্রণী ব্যাংক ৬ কোটি ৯৫ লাখ ৪৩ হাজার টাকা,জনতা ব্যাংক ২ কোটি ৫০ লাখ ৪৮ হাজার টাকা, কৃষি ব্যাংক ৬১ কোটি ৫৪ লাখ ৫২ হাজার টাকা, কর্মসংস্থান ব্যাংক ১০ কোটি ১ লাখ ৭০ হাজার টাকা, রূপালী ব্যাংক ৯৯ লাখ টাকা এবং বেসিক ব্যাংক ১ কোটি ৪৯ লাখ ৮২ হাজার টাকা আদায় করেছে ।
জেলার ২৪টি বেসরকারি ব্যাংকে ডিসেম্বর পর্যন্ত আদায় করেছে ১৯ কোটি ১১ লাখ ৬৯ হাজার টাকা।
প্রাপ্ত তথ্য মতে জানা যায়-এসব অর্থ শুরু থেকে এ পর্যন্ত বকেয়া আছে । এরমধ্যে ৬৫ কোটি ৮৩ লাখ ৫৯ হাজার টাকা মেয়াদোত্তীর্ণ হিসেবে ৮২৪টি সার্টিফিকেট মামলার বিপরীতে পড়ে আছে।
আবদুল গনি ,
২৭ ফেব্রুয়ারি ২০২২
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur