২০২০ সালের ২৫ মার্চ বিকাল চারটা পর্যন্ত ব্যাংক লেনদেন হয়েছিল। এরপর থেকে টানা এক বছর তিন মাস ২১ দিন সীমিত আকারে চলছিল ব্যাংক লেনদেন। আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) ব্যাংক লেনদেন হবে বিকাল ৪ টা পর্যন্ত।
প্রসঙ্গত, গত বছরের ২৬ মার্চ করোনা পরিস্থিতিতে লকডাউন ঘোষণার পর ব্যাংক লেনদেন সীমিত করে বাংলাদেশ ব্যাংক। ওই বছরের ২৮ মার্চ (রবিবার) থেকে মাত্র ২ ঘণ্টা ব্যাংক লেনদেনের সুযোগ দেওয়া হয়। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ব্যাংকিং লেনদেন চলে। এরপর একাধিকবার সার্কুলার জারি করে ব্যাংক লেনদেনের সময় কমানো বাড়ানো হলেও বিকাল ৪ টা পর্যন্ত লেনদেন হয়নি।
সরকার কঠোর লকডাউন শিথিল করার ঘোষণা দেওয়ার পর আজ থেকে ব্যাংক খোলা থাকবে বিকেল চারটা পর্যন্ত। অর্থাৎ ঈদের আগের তিন দিন (বৃহস্পতিবার, রবিবার ও সোমবার) ব্যাংক খোলা থাকবে বিকেল চারটা পর্যন্ত। এই তিন দিন লেনদেন পরবর্তী সময়ের কাজ গোছানোর জন্য ব্যাংক খোলা রাখা যাবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
বাংলাদেশ ব্যাংক বলছে, ঈদের আগে ১৭ ও ২০ জুলাই তৈরি পোশাক শ্রমিকদের বেতন-বোনাস ও অন্যান্য ভাতাদি পরিশোধের সুবিধার্থে কেবল ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তৈরি পোশাকশিল্প সংশ্লিষ্ট শাখাগুলো খোলা থাকবে। এই দুইদিন ব্যাংক সকাল ১০টা থেকে বেলা দুইটা পর্যন্ত লেনদেন করা যাবে।
এ ছাড়া আগামী ২৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত লেনদেন করা যাবে। লেনদেন পরবর্তী সময়ের কাজ গোছানোর জন্য ব্যাংক খোলা রাখা যাবে বেলা ৩টা পর্যন্ত।
ঢাকা ব্যুরো চীফ, ১৫ জুলাই ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur