ব্যস্ত সময় পার করছেন চাঁদপুর টেইলার্স কারিগররা

ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানেই নিজেকে একটু ব্যতিক্রম করে সাজানো। ঈদ সকল মানুষের জীবনে বয়ে আনে অনাবিল আনন্দ। হোক সে ধনি বা দরিদ্র। ঈদ এলেই যেমন নতুন কাপড় কেনার ধুম পড়ে, তেমনি সে কাপড় বানানোর জন্য ব্যস্ত হয়ে পড়নে সবাই টেইলার্স দোকানে।

আর এজন্যই পুরো রমজান জুড়ে একটু বেশিই ব্যস্ত সময় পার করেন পোশাক তৈরির কারিগররা।

আগে গ্রামীণ জনপদের পোশাক কারিগররা তুলনামূলক বেশি ব্যস্ত থাকতে হতো। শহুরে ক্রেতারা সাধারণত তৈরি পোশাক বেশি পরিধান করতো। গ্রামীণ মধ্য,নিন্মবিত্ত মানুষগুলো টেইলার্স কারিগরদের স্মরণাপন্ন হতো।

কিন্তু বর্তমান সময়ে গ্রামের সাথে তাল মিলিয়ে শহরেও দর্জীদের কাজের চাপ বেড়েছে। বেশীরভাগ দর্জিরাই সারারাত ধরে কাজ করেন। কাজের চাপ এত বেশি সব বাদ দিয়ে পোশাক বানাতে ব্যস্ত তারা।

পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আযহার সময় টেইলার্স ব্যবসায়রীদের কাজের চাপ বাড়ে।

চাঁদপুরের টেইলার্স ব্যবসায়রীরা জানান, ‘ঈদ আসলেই আমাদের ব্যস্ততা বাড়ে। তবে দিন দিন পোশাক তৈরির ব্যস্ততা কমে যাচ্ছে। বিদেশি রেডিমেট পোশাকে মার্কেটগুলো পরিপূর্ণ হওয়ায় আমাদের গ্রাহকের সংখ্যা কমে গেছে। তবে যে পরিমান কাজ পাচ্ছি সেগুলো সঠিক সময় ডেলিভারি দিতেই আমাদের হিমশিম খেতে হবে।’

এরপরেও কথা হলো সঠিক সময় দর্জিরা গ্রাহকের নিকট পৌঁছে দিবেন তাদের শখের পোশাক। আর সে পোশাক পরিধান করেই পবিত্র ঈদ-উল ফিতরের আনন্দের মাত্রাটা আরো বাড়িয়ে মধ্য ও নিন্ম আয়ের মানুষগুলো।

প্রতিবেদক- শরীফুল ইসলাম

Share