মতলব দক্ষিণ

মতলবে দিন-দুপুরে মোবাইলের দোকানে চুরি

মতলব পৌরসভার নবকলস গ্রামের ৩য়তলা নির্মাণাধীন ভবনের নীচে শনিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৯ টায় খান এন্টারপ্রাইজ নামের মোবাইল ফোন লোডের দোকানে দিন-দুপুরে চুরির ঘটনা ঘটে।

দোকানের মালিক দৌলতখান জানান, ঘটনার দিন সকাল সাড়ে ৯ টায় তিনি তার দোকানের থাই গ্লাসের দরজায় তালা লাগিয়ে বাড়িতে যায়। বাড়িতে যাওয়ার পর ২৫ মিনিটের মধ্যেই দোকানের দরজা ও ক্যাশবাক্সের তালা ভেঙ্গে নগদ ২ লাখ ৩০ হাজার টাকা নিয়ে চোরের দল চম্পট দেয়।

ঘটনার পর পর আশপাশে খোঁজেও চোরের কোনো সন্ধান পায়নি। তবে দোকান মালিকের ধারণা পরিচিত লোকেরাই পূর্ব পরিকল্পিতভাবে চুরির ঘটনাটি ঘটিয়েছে।
: আপডেট, বাংলাদেশ সময় ১০:১০ পিএম, ২২ অক্টোবর ২০১৬, শনিবার
ডিএইচ

About The Author

প্রতিবেদক- মাহফুজ মল্লিক, মতলব দক্ষিণ
Share