Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / শাহরাস্তিতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
ব্যবসা

শাহরাস্তিতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরের শাহরাস্তিতে ভোক্তা অধিকার লঙ্ঘনের দায়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অর্থ জরিমানা করা হয়েছে।

২৪ সেপ্টেম্বর শুক্রবার শাহরাস্তি উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন হাট-বাজারে ব্যবসা প্রতিষ্ঠান অর্থ জরিমানা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তারের নির্দেশনা পাথৈর, লাকামতা ও সূচিপাড়া বাজারস্থ কয়েকটি স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী ক‌মিশনার (ভূ‌মি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আমজাদ হোসেন ।

এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৮ ধারা লঙ্ঘনের দায়ে একজনকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন শাহরাস্তি থানা পুলিশের একটি টিম।

প্রতিবেদক: মো. জামাল হোসেন, ২৪ সেপ্টেম্বর ২০২১