Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলবে অগ্নিকাণ্ডে ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই
Fire
ফাইল ছবি

মতলবে অগ্নিকাণ্ডে ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার আশ্বিনপুর বাজারে ২১ জুলাই মঙ্গলবার রাতের ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই। এতে প্রায় ৩০ লক্ষ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবডায়ীরা জানান। আগুন নিভাতে গিয়ে ব্যবসায়ী আক্তার হোসেনসহ (৪০) চার ব্যক্তি আহত হয়েছে।

বাজারের ব্যবসায়ী মাসুদ পাটোয়ারীসহ প্রত্যক্ষদর্শীরা জানান,বাজারের ব্যবসায়ী আক্তার হোসেনের দোকান থেকে রাত সাড়ে আটটার দিকে আগুনের সূত্রপাত ঘটে। তার ডাক চিৎকারে আশপাশের লোকজন আগুন নিভাতে চেষ্টা করে। ততক্ষণে আগুনের শিখা পাশের দোকানে ছড়িয়ে পড়ে। জনসাধারণ ও ফায়ার সার্ভিসের প্রায় ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময়ে বাজারের মবিন মজুমদারের ইলেকট্রনিক্স, আবুল কালামের ভুট্টার আড়ত, আক্তার হোসেনের ইলেকট্রনিক্স দোকান( তিনটি দোকান) পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে পুড়ে তাদের প্রায় ৩০ লক্ষ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকেই অগ্নিকান্ড ঘটেছে।

ওসি স্বপন কুমার আইচ বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জনসাধারণের সহায়তায় আগুন নিভায়। আগুনে বাজারের তিন ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রতিবেদক : মাহফুজ মল্লিক, ২২ জুলাই ২০২০