নোংড়া পরিবেশে মিষ্টি তৈরি ও বিক্রি করার দায়ে চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার বাজারে ছয় ব্যবসা প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (০৫ অক্টোবর) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নীলিমা আফরোজ এ জরিমানা করেন।
ইউএনও নীলিমা আফরোজ বলেন, বিকেলে সাচার বাজারে অভিযান চালানো হয়। এসময় নোংড়া পরিবেশে মিষ্টি তৈরি ও বিক্রি করার দায়ে জগদীশ মিষ্টি বিতানের মালিককে ৫ হাজার টাকা, আবুল কালাম মিষ্টি বিতানের মালিককে ৫ হাজার, মুসলিম সুইটসের মালিককে ৪ হাজার, জগন্নাথ মিষ্টান্ন ভাণ্ডারের মালিককে ৫ হাজার, লোকনাথ মিষ্টান্ন ভাণ্ডারের মালিককে ৫ হাজার ও নিউ রাজলক্ষ্মী মিষ্টান্ন ভাণ্ডারের মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রতিবেদক : জিসান আহমেদ নান্নু, কচুয়া
: আপডেট, বাংলাদেশ ৫ : ৪৫ পিএম, ০৬ অক্টোবর, ২০১৭ শুক্রবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur