চাঁদপুরের কচুয়া উপজেলার ব্যবসায়ী ফয়েজ উল্লা মেম্বারের একমাত্র ছেলে মো. মাহমুদুল হাসান পলাশ (২২) গত ২৪ জুলাই থেকে নিখোঁজ রয়েছে। ওই ব্যবসায়ী মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ ( নং-১০২) দায়ের করেছেন।
ফয়েজ উল্লা মেম্বার চাঁদপুর টাইমসকে জানান, ‘মো. মাহমুদুল হাসান পলাশ দীর্ঘদিন মানসিক ভারসাম্য হীনতায় রয়েছে। পলাশ শনিবার (২৬ জুলাই) তার আপন খালার বাড়ি চান্দিয়াপাড়া গ্রামে বেড়াতে যায়, পরের দিন সে নিখোঁজ হয়। আতœীয়-স্বজন ও সম্ভাব্য জায়গায় খুঁজেও পাওয়া যাযনি।
তিনি আরো জানান, ‘পলাশ কচুয়ার আঞ্চলিক ভাষায় কথা বলে। তার স্বাস্থ্য হালকা গায়ের রং মিডিয়াম ফর্সা, উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি। হারিয়ে যাওয়ার সময় গায়ে ফুলশার্ট ও পড়নে চেক লুঙ্গি ছিল।’
এদিকে একমাত্র পুত্র মাহমুদুল হাসান পলাশকে হারিয়ে তার পিতা মাতা,স্ত্রী ও আতœীয় স্বজনরা ব্যাকুল হয়ে পড়েছেন। ভারসাম্যহীন এ যুবক ছেলেটির সন্ধান পেলে তার পিতার ০১৮১৭০০২৭০৮ মোবাইল নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। সন্ধান দাতাকে পুরস্কৃত করা হবে।
[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2015/11/Nannu.jpg” ] প্রতিবেদক- জিসান আহমেদ নান্নু, কচুয়া [/author]
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur