চাঁদপুর কচুয়া উপজেলায় উজানী কাচারি বাড়িতে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ভোর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে। এতে মাও. মো. এরশাদ উল্যাহ নামে এক ব্যবসায়ীর বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
ক্ষতিগ্রস্থ পরিবারটি দাবি করছেন, ব্যবসায়ী এরশাদ উল্যাহর গৃহের মালামালসহ প্রায় ১০ লাক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৩টায় উজানী গ্রামের মাও. আব্দুল জলিলের পুত্র কচুয়া বাজার নাবিলা ক্লথ ষ্টোরের পরিচালক মাও. মো. এরশাদ উল্যাহর গৃহে আগুনের দৃশ্য দেখে। স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে তার গৃহের কাপড়, মোবাইল সেট, সিলিং ফেন, আলমিরা, সোকেট, কেবিনেট, দলিলপত্র, নগদ টাকা পুড়ে ছাই হয়ে যায়।
এ ঘটনায় ব্যবসায়ী মাও. মোঃ এরশাদ উল্যাহ তার গৃহ ও দোকান মালামাল হারিয়ে প্রায় পথে বসার উপক্রম হয়ে পড়েছে। এদিকে অগ্নিকান্ডে কেই হতাহত ও অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানাযায়নি।
প্রতিবেদক-জিসান আহমেদ নান্নু
।। আপডটে, বাংলাদশে সময় ০৮ : ৫২ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৭ বৃহস্পতিবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur