ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্পর্কে ব্যবসায়ী ও জনসাধারণকে অবহিত করেন চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার বিরামপুর বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি এবং ইউপি সদস্য আলহাজ্ব মিজানুর রহমান।
এসময় তিনি ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
২২ আগস্ট রোববার রাতে চাঁদপুরের ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নূর হোসেন এর সার্বিক সহযোগিতায় বিরামপুর বাজারে ব্যবসায়ী কমিটির পক্ষ থেকে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
বিরামপুর বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি ও ইউপি সদস্য আলহাজ্ব মিজানুর রহমান লিফলেট বিতরণকালে ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন,’ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তরটি বাংলাদেশের বানিজ্য মন্ত্রণালয়ের খুবই গুরুত্বপূর্ণ একটি দপ্তর। এ দপ্তরটি সব সময় জনসাধারণের ন্যায্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে থাকেন। চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে ভোক্তা অধিদপ্তরের একটি অফিস রয়েছে। এই দপ্তরের মাধ্যমে পণ্য ক্রয়-বিক্রয় করার সময় কেউ প্রতারিত হলে নিদিষ্ট প্রমাণসহ অভিযোগ দাখিল করতে পারেন। আপনার অভিযোগ তদন্ত সাপেক্ষে প্রমানিত হলে ক্ষয়ক্ষতির অর্থ ফেরত পেতে পারেন।’
তিনি আরো বলেন, ‘ভোক্তা অধিদপ্তর সঠিক মনিটরিং এর মাধমে বিভিন্ন অসাধু ব্যবসায়ীদের মেয়াদ উত্তীর্ণ পন্য, ভেজাল খাদ্য উৎপাদন ও নানা সিন্ডিকেট ভেঙে দিচ্ছে। বিভিন্ন প্রতারক ব্যবসায়ীদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত আছে। ইতিমধ্যে এর সুফল জনসাধারণ পাচ্ছে। তাই আমরা সর্বশেষ একটি অঙ্গীকার করতে চাই, আমরা সবসময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাশে থাকবো।’
এ সময় বিরামপুর বাজার ব্যবসায়ী কমিটির সদস্য
ইয়াসিন, মনির হোসেন, শাহাদাৎ, জুয়েল, সবুজ, আমির, সোহাগ, মিশর, আনোয়ারসহ অন্যান্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
সিনিয়র স্টাফ করেসপন্ডেট