ফরিদগঞ্জ

মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভাপতিকে অপসারণ দাবি

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভাপতির পদ থেকে আলী হোসেন ভূ্ইঁয়ার অপসারণের দাবিতে উপজেলার সাধারণ মুক্তিযোদ্ধারা মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো.সহিদ উল্লা তপাদারের সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা হাবিলদার আবুল কালাম।

মুক্তিযোদ্ধা হাবিলদার আবুল কালাম তার লিখিত বক্তব্যে বলেন,‘আলী হোসেন ভূঁইয়া ২০১৪ সালে মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনে বর্তমান নির্বাচিত কমান্ডার সহিদ উল্লাহ তপাদারের সাথে নির্বাচন করে পরাজিত হন। একজন পরাজিত ব্যক্তি কি করে নির্বাচিত কমান্ডারের সাথে সভাপতি হন।’
মুক্তিযোদ্ধা হাবিলদার আবুল কালাম বলেন,‘ তিনি যেহেতু মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনে পরাজিত হয়েছিলেন । তিনি তার পক্ষের অমুক্তিযোদ্ধাদেরকে মুক্তিযোদ্ধা করার জন্য চেষ্টা করবেন । তিনি নিজেকে স্ব-ঘোষিত প্লাটুন কমান্ডার দাবি করেন, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত কমিটির তালিকায় অন্য যে ৬ জনের নাম রয়েছে উঁনারা প্রত্যেকে সম্মানিত ব্যক্তি।এ ছয় (৬) জনের মধ্যে বিতর্কিত ব্যক্তিকে দেয়া হয়েছে সভাপতির দায়িত্ব।’
তিনি মন্ত্রীর নিকট আলী হোসেন ভূঁইয়াকে ফরিদগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধাাদের যাচাই-বাছাই কমিটি হতে অপসারণের দাবি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ সাংবাদিক ক্লাবের সভাপতি এমকে মানিক পাঠান, মানব জমিনের উপজেলা প্রতিনিধি আবু হেনা মোস্তফা কামাল, সাবেক ব্যাংকার বিশিষ্ট মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান, মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন, সরোয়ার হোসেনসহ মুক্তিযোদ্ধারা।
প্রসঙ্গত, ১৫ জানুয়ারি ২০১৭ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক এক গেজেট প্রকাশ করা হয়। তাতে প্রকৃত মুক্তিযোদ্ধা তালিকাভুক্তকরণ,আবেদনকৃত মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই,তালিকাভুক্ত দাবিদার মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই এবং তালিকাভুক্ত মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে আনীত অভিযোগ নিস্পত্তি কার্যক্রম সম্পন্ন করতে উপজেলা, জেলা ও মহানগর যাচাই-বাচাই কমিটির সভাপতি, সদস্য ও সদস্য সচিবগণের নাম ও পদবি প্রকাশ করা হয়।

এতে ফরিদগঞ্জ উপজেলার সভাপতি হিসেবে মো.আলী হোসেন ভূঁইয়ার নাম প্রকাশ করা হয়।

প্রতিবেদক- আতাউর রহমান সোহাগ
: আপডেট, বাংলাদেশ সময় ১১: ১৬ পিএম, ১৭ জানুয়ারি ২০১৭, মঙ্গলবার
ডিএইচ

Share