ফরিদগঞ্জের সিনিয়র সাংবাদিক নূর নবী নোমানের শ্বশুর বিশিষ্ট ব্যবসায়ী শাহাব উদ্দিন সউদ রবিবার ১০ মে দুপুরে ফরিদগঞ্জ ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ( ইন্নাল্লিাহি ওয়া ইলাইহি রাজিউন)।
বিশিষ্ট ব্যবসায়ী শাহাব উদ্দিন সউদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রেস ক্লাব ফরিদগঞ্জ’র সভাপতি এমকে মানিক পাঠান ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বেলাল সহ অন্যান্য সদস্যরা।
এক শোক বার্তায় প্রেস ক্লাব ফরিদগঞ্জের সভাপতি জানান, বিশিষ্ট ব্যবসায়ী শাহাব উদ্দিন সউদ অত্যন্ত ভালো একজন মানুষ ছিলেন। আমরা মহান সৃষ্টিকর্তার কাছে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানাচ্ছি। মহান সৃষ্টিকর্তা তাঁকে জান্নতবাসী করুন, আমিন।
প্রেস বিজ্ঞপ্তি, ১১ মে ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur