Home / সারাদেশ / কুমিল্লার বাংগরায় ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার :৩০ কেজি গাঁজা উদ্ধার
Comilla Recovary news

কুমিল্লার বাংগরায় ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার :৩০ কেজি গাঁজা উদ্ধার

কুমিল্লার বাংগরা বাজার থানাধীন শ্রীকাইলে ৪ মাদককারবারীকে আটক করেছে বাংগরা বাজার থানা পুলিশ। জেলার মুরাদনগর উপজেলার বাংগরা বাজার থানাধীন সোনাকান্দা গ্রামের শ্রীকাইল-মেটংঘর সড়কে বুধবার বিকেলে এদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানাযায়, বুধবার বিকেলে বাংগরা বাজার থানার এসআই নিংওয়াই মারমা সঙ্গীয় ফোর্স নিয়ে সোনাকান্দা পশ্চিম পাড়া মার্কেটের সামনে পাকা রাস্তায় অভিযান চালায়। এসময় একটি সিএনজি চালিত অটোরিকশার চার যাত্রীকে সন্দেহ হলে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করেন। তারা মাদকদ্রব্য বহনের কথা শিকার করে। এসময় ১৫টি প্যাকেট থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদক দ্রব্য পরিবহনের দায়ে সিএনজি চালিত অটোরিক্সাটি জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন: মুরাদনগর উপজেলার আকুবপুর ইউনিয়নের হিরাকাশী গ্ৰামের নুর ইসলামের ছেলে বোরহান (৩২), আন্দিকোট ইউনিয়নের হায়দারাবাদ গ্ৰামের জহর মিয়ার ছেলে মো. কাউছার (২৮), এক‌ই গ্ৰামের সেন্টু মিয়ার ছেলে মো. ইসমাইল মিয়া (৩২) এবং ছাহেদ মিয়ার ছেলে মো. মাছুম (১৯)।

বাংগরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সিএনজি চালিত অটোরিক্সাটিতে তল্লাসী করে তাদের আটক ও মাদক জব্দ করা হয়েছে। এ বিষয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের ২১ আগস্ট কুমিল্লা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

জাহাঙ্গীর আলম ইমরুল,
২২ আগস্ট ২০২৫