চাঁদপুরে ব্যবসায়ীদের সমস্যা নিরসন ও ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ভবনের হলরুমে এই আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় চাঁদপুরের প্রায় ৬০টি (বিভিন্ন পণ্যের) ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর চেম্বারের সিনিয়র সহ-সভাপতি সুভাষচন্দ্র রায়।
ব্যবসায়ী নেতৃবৃন্দরা তাদের বক্তব্য বলেন, ব্যবসায়ীদের স্থায়ী সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নিতে হবে। একইসঙ্গে জেলার সামগ্রিক ব্যবসা-বাণিজ্য সুসংগঠিত, গতিশীল ও নিরাপদ রাখতে প্রশাসন ও ব্যবসায়ী সমাজকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে প্রয়োজনীয় নীতিগত সহায়তা, বাজার ব্যবস্থাপনা, কর ব্যবস্থা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, সড়ক–নৌ–যান চলাচলের সংকটসহ বিভিন্ন বিষয় নিয়ে অংশগ্রহণকারীরা মতামত তুলে ধরেন। আলোচনায় উঠে আসা সুপারিশগুলো বাস্তবায়নে উপস্থিত নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন এবং ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। সভায় চাঁদপুরের ব্যবসায়ী মহল অংশগ্রহণ করায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি সহ-সভাপতি তমল কুমার ঘোষের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন, চেম্বার পরিচালক হাজী মো. লিয়াকত হোসেন পাটোয়ারী,নাজমুল আলম পাটোয়ারী, মো.ফারুক হোসেন মৃধা,চাঁদপুর বাস মিনি বাস মালিক সমিতির সভাপতি ফেরদৌস আলম বাবু,ড্রেসকোর আনোয়ার হোসেন বাবুল, ব্রিকফিল্ড মালিক সমিতির শেখ মনির হোসেন বাবুল, ফার্টিলাইজার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শরিফ আশরাফুল হক, সিনিয়র সহ সভাপতি মহসিন পাটোয়ারী,চাঁদপুর রাইস মিল মালিক সমিতির সভাপতি আ.রহিম সরকার,যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব গোপ, মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল বারী জমাদার মানিক,সাধারণ সম্পাদক হাজী শবে বরাত সরকার,ব্যবসায়ী শেখ মঞ্জুরুল কাদের সোহেল, পরিবেশক সমিতির সভাপতি কামরুল ইসলাম জগলু,জুয়েলারি ব্যবসায়ী সমিতির সভাপতি মোস্তফা ফুল মিয়া,হার্ডওয়ার সমিতির সহ সভাপতি মো.আবু তাহের, রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি হাজী নুরুল আলম লালু ,সাধারণ সম্পাদক মাসুদ আখন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক মজিবর রহমান আখন্দ মাইনু,ওষুধ ব্যবসায়ী সমিতির নজরুল ইসলাম সাজু(জনতা ফার্মেসি),সহ সভাপতি সুভাষ সাহা, চেম্বার সদস্য আসলাম তালুকদার, অ্যাড. নুরুল আমিন আকাশ,শাহজাহান কবির খোকা, চেম্বার সদস্য ও বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি মো. তাজুল ইসলাম লিমন, বিপনিবাগ পৌর সুপার মার্কেটের সহ-সভাপতি কেএম ইয়াসিন রাশেদ সানী,চাঁদপুর হকার্স মার্কেটের সভাপতি মো. মহসিন মিয়া,সিনিয়র সহ-সভাপতি মো. মুজিব,যুগ্ম সাধারণ সম্পাদক আলামিন হোসেন,ডেভেলপার অ্যাসোসিয়েশনের সভাপতি রোটা. আব্দুল্লাহ আল মামুন, কাঁচামাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক দুলাল কাজী, বাবুরহাট ব্যবসায়ী সমিতির সভাপতি মো. দেলোয়ার হোসেন খান,সুতা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আশীষ দেবনাথ, মীর শপিং মার্কেটের সেক্রেটারি জাহাঙ্গীর আলম, হাকিম প্লাজা মার্কেট ব্যবসায়ী সভাপতি সফিকুল ইসলাম,হাসপাতাল ডায়াগনস্ট সমিতির সাংগঠনিক সম্পাদক মো. আবু সুফিয়ান,ব্যবসায়ী অতীন্দ্র সাহা, দ্বিজবর দেবনাথ, মৈশাদি বাজারের মোজাম্মেল, শাহতলি বাজারের মাহবুব খান বাবলু, মিলন হোসেন, শামীম পাটোয়ারী, বিষ্ণুপুর কাজির বাজার ব্যবসায়ি হারুন খান,ফার্নিচার মালিক সমিতির মনির হোসেন,পুরাণবাজার ব্যবসায়ি সমিতির সহ সভাপতি ফরিদ কমিশনার,সাধারণ সম্পাদক আ. মমিন বেপারি প্রমুখ।
প্রতিবেদক: আশিক বিন রহিম/
৪ ডিসেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur