হাইমচর

হাইমচরে ব্যতিহারা দিবসে আলোচনা সভা

চাঁদপুর হাইমচর উপজেলার কাইয়ুম স্মৃতি পাঠাগারের আয়োজনে ব্যতিহারা শহীদ দিবসে শুক্রবার(১১ নভেম্বর) শহীদদের স্মরনে তেলির মোড় কাইয়ূম স্মৃতি পাঠাগারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পাঠাগারের সভাপতি অজয় মজুমদারের সভাপতিত্বে ও হাইমচর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক দীপক শিংয়ের পরিচালনায় হাইমচর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক শহীদ কাইয়ূমের কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধ কমান্ডার সন্তোষ চন্দ্র মজুমদার, শহীদ পরিবারের পক্ষ থেকে মো. কামরুল ইসলাম, প্রাক্তন প্রধান শিক্ষক সুনিল কৃষ্ণ মাঝি, জাকির হোসেন, সুধীর বরন মাঝি, সঞ্জয় মাঝি ও মিলন দেওয়ানপ্রমুখ।

প্রসঙ্গত, ১৯৭১ সালের ১১ নভেম্বর কুমিল্লার চৌদ্দ গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনীরসাথে যুদ্ধকরার সময় ব্যাতিহারা গ্রামের কাইয়ুমসহ ৯জন শহীদ হন।

।। আপডটে, বাংলাদশে সময় ৯ : ০১ পিএম, ১১ নভেম্বর ২০১৬, শুক্রবার
এইউ

About The Author

প্রতিবেদক- বি এম ইসমাইল, হাইমচর
Share