ভোলায় বিয়ের পর্ব শেষ করে বৌভাতের দাওয়াত দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মারা গেলেন শোয়েব পালোয়ান (২৬)। শনিবার জেলা সদরের আগারপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শোয়েব সদর উপজেলা আলীনগর ইউনিয়নের চর ছিফলী গ্রামের মো. হারুন পালোয়ানের ছেলে।
নিহতের ভাগ্নে মো. শাহাদাত হোসেন জানান, আগামী ১৯ ফেব্রুয়ারি শোয়েবের বৌভাতের অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। শোয়েব তার সহকর্মী ও বন্ধুদের বিয়ের কার্ড দেওয়ার জন্য শনিবার সকালে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হন।
দুপুর ১২টার দিকে মোটরসাইকেলযোগে আগার পোলসংলগ্ন এলাকায় পৌঁছলে পেছন থেকে একটি নসিমন গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে শোয়েব গুরুতর আহত হলে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নেওয়া হয়ে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভোলা সদর মডেল থানার ওসি মো. শাহীন ফকির নিহতের বিষয় নিশ্চিত করেন।
অন্যদিকে লালমোহনের লর্ডহার্ডিন্স এলাকায় পিকনিকে অংশ নিতে যাওয়া চরফ্যাশন পৌর কাউন্সিলর মনির হোসেনের পাজেরো জিপের নিচে চাপা পড়ে এক শিশু নিহত হয়েছে। ওই জিপে ওই সময় কাউন্সিলর ছিলেন না, ছিলেন তার স্ত্রী।
বার্তা কক্ষ, ১২ ফেব্রুয়ারি ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur