Home / ইসলাম / বোরখা পড়ে বের হলে ৭ লাখ টাকা জরিমানা!
বোরখা পড়ে বের হলে ৭ লাখ টাকা জরিমানা!

বোরখা পড়ে বের হলে ৭ লাখ টাকা জরিমানা!

বোরকা পরছেন তো শেষ। রাস্তায় সব ধরনের পোশাক চলবে। শুধু বোরকা চলবে না। আর যদি কেউ বেরিয়ে পড়েন, তাহলে ওই বোরকাধারীকে গুনতে হবে সাড়ে ছয় হাজার পাউন্ড। হ্যাঁ, সাত লাখ ৫৭ হাজার টাকা! এটাই জরিমানার অঙ্ক।

ইউরোপের দেশ সুইজারল্যান্ডের একটি এলাকায় স্থানীয় সরকার এ আইনটি জারি করেছেন। নারীরা বোরকা পরে শপিং মল থেকে শুরু করে কোথাও যেতে পারবে না। এককথায় বোরকা পরা নিষিদ্ধ।

সংবাদ মাধ্যম দ্য ডেইলি মেইল জানিয়েছে, সুইজারল্যান্ডের ওই এলাকার নাম টিকিনো। দেশটির দক্ষিণাঞ্চলে ওই এলাকার অবস্থান।

টিকিনোর সরকার বোরকা ও নেকাবের পাশাপাশি মুখ ঢেকে রেখে প্রতিবাদ কর্মসূচি করার বিষয়েও আপত্তি জানিয়েছে। স্থানীয় বাসিন্দারা তো বটেই পর্যটকরাও বোরকা পরতে পারবেন না।

সুইস পার্লামেন্ট জানিয়েছে, ওই আইন ফেডারেল আইনের ক্ষেত্রে কোনো সমস্যা করবে না। তবে কবে থেকে ওই আইন কার্যকর করা হবে তা এখনো জানা যায়নি।

এদিকে এ এলাকায় ভ্রমণকারী ও প্রবেশকারীদের আগে থেকেই বিষয়টি জানিয়ে দেওয়ার ব্যবস্থা করছে সরকার।
নিউজ ডেস্ক ।। আপডেট: ০৩:৫৫ এএম, ২৬ নভেম্বর ২০১৫, বৃহস্পতিবার
ডিএইচ