সিরিয়ার আলেপ্পোর উপকণ্ঠে রশিদিনে শনিবার (১৫ এপ্রিল) জোরালো বিস্ফোরণে প্রায় ১৬জন নিরীহ নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে হতাহতের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি।
সিরিয়ার একটি স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আলেপ্পোর উপকণ্ঠে রশিদিনে এই বিস্ফোরণ হয়। সেখানে কয়েক’টি বাসে আলেপ্পো শহরে ঢোকার অপেক্ষায় ছিলেন দু’টি গ্রামের মানুষ। যুদ্ধবিধ্বস্ত অঞ্চল থেকে নিরাপদে সরিয়ে আনার জন্যই তাঁদের বাসে তোলা হয়েছিল। অপেক্ষারত সেই বাস লক্ষ করেই বিস্ফোরণ ঘটানো হয়েছে।
সিরিয়ান স্টেট টিভির দাবি, হতাহতের প্রকৃত সংখ্যা এখনও জানা যায়নি। মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি জানিয়েছে, বোমা থেকেই এই বিস্ফোরণ ঘটেছে।
নিউজ ডেস্ক
আপডেট, বাংলাদেশ সময় ০৯ : ১২ পিএম, ১৫ এপ্রিল ২০১৭, শনিবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur