Home / উপজেলা সংবাদ / হাইমচর / বোন-ভাগ্নি ফিরে পাওয়ার আশায় নদীর পাড়ে দাদন বেপারী
বোন-ভাগ্নি ফিরে পাওয়ার আশায় নদীর পাড়ে দাদন বেপারী
দাদন বেপারীর হারিয়ে যাওয়া বোনও ভাগ্নির ফাইল ছবি

বোন-ভাগ্নি ফিরে পাওয়ার আশায় নদীর পাড়ে দাদন বেপারী

চাঁদপুরের হাইমচর উপজেলার মেঘনা নদীতে তেলের জাহাজের ধাক্কায় রবিন-১ ইঞ্জিন চালিত ট্রলারডুবির ঘটনায় এখনো নিখোঁজ স্বজনদের অপেক্ষায় স্বজনরা। এদের একজন হাইমচর বাজারের হোটেল ব্যবসায়ী দাদন বেপারী।

তার বোন ভাগ্নি ফিরে পাওয়ার আশায় নদীর পাড়ে ২য় দিনের মতো অপেক্ষায় রয়েছেন। দাদন বেপারীর বোনের পরিবারের ৩ জনের নিখোঁজ হওয়ায় পরিবারের লোকজন নদীর পাড়ে এসে খুঁজে বেড়াচ্ছেন।

হাইমচর উপজেলা আলগী দক্ষিণ ইউনিয়নের চরভাঙ্গা গ্রামের সালাউদ্দিন নেপালের স্ত্রী আলেয়া বেগম (৩০), তার ছেলে সিয়াম (৮) ও মেয়ে স্বর্না (৪) বোনের বাড়িতে বেড়ানোর উদ্দেশ্যে হাইমচর ঘাট থেকে রবিন ট্রলারে উঠলে মাঝির বাজার যাওয়ার পথে জাহাজের সাথে ধাক্কায় ট্রলারটি ডুবে গেলে প্রায় ১০ জনের মত লোক নিখোঁজ হন। তাদের মধ্যে এ পরিবারের ৩ জন এখনো পর্যন্ত নিখোঁজের সংবাদ পাওয়া গেছে। ট্রলার দুর্ঘটনার নিখোঁজদের সন্ধানে ডুবরী দল, ফায়ার সার্ভিস, উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন উদ্ধার তৎপরতা এখনো চালিয়ে যাচ্ছেন।

বি এম ইসমাইল, হাইমচর করেসপন্ডেন্ট

: আপডেট ১:১০ পিএম, ২৭ জানুয়ারি ২০১৬, বুধবার

ডিএইচ