উপজেলা সংবাদ

বোতলের নৌকা : সখ থেকে জীবিকার সোপান

আশিক বিন রহিম | আপডেট: ১০:১৪ অপরাহ্ণ, ৩১ জুলাই ২০১৫, শুক্রবার

সখের বশে মানুষ কতকিছুই না করে। সখ কখনো কখনো মানুষকে সম্মানিত করে আবার কখনো করে তার উল্টোটা। তেমনি চাঁদপুর শহরের বড়স্টেশন যমুনা রোড়ের বুদ্ধি প্রতিবন্ধী একজন কুড়িয়ে আনা প্লাস্টিকের বোতল দিয়ে সখেরবশেই তৈরি করেছেন একটি ময়ুরপঙ্খী নৌকা।

এই নৌকায় তিনি বিভিন্ন পানীয় পরিত্যক্ত বোতলের পাশাপাশি ব্যবহার করেছেন ককসেট। নৌকাটির ধারণ ক্ষমতা একসাথে ৪/৫জন মানুষ। একটা সময় তিনি এই শখের তৈরি বোতলের ময়ুরপঙ্খি ভাসিয়ে দিলেন মেঘনার জলে। সেই নৌকা দিয়ে এখন তিনি নদীতে চাঁই ফেলে মাছ ধরেন। এতে করে তাঁর মনের অগেচরেই শখের তৈরী নৌকা হয়ে গেলো জীবিকার অন্যতম মাধ্যম।

 

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫

চাঁদপুর টাইমস ডট কমপ্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি

Share