চাঁদপুরে বোগদাদ-পিকআপের মুখোমুখি সংঘর্ষে আহত ২

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের পল্লী বিদ্যুৎ এলাকায় অঝোর বৃষ্টিতে ফাঁকা রাস্তায় বোগদাদ-পিকআপের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

৯ জুন বৃহস্পতিবার দুপুর সোয়া ২টার দিকে মহাসড়কের পল্লী বিদ্যুৎ বারেক এসপির বাড়ির সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃষ্টি শুরু হওয়ার কিছুক্ষণ পরে চাঁদপুরগামী একটি সাদা রংয়ের ঢাকা মেট্রো-ঠ ১১-৮৮৭৯ নাম্বারের পিকআপকে ধাক্কা দিয়ে কুমিল্লাগামী যাত্রী বোগদাদ বাসটি চলে যায়। পরে বাকিলায় বাসটিকে আটক করে স্থানীয়রা।

এদিকে পিকআপের সামনের অংশ ভেঙ্গে চালক মোহাম্মদ লেয়াকত বেপারীর পাঁ বাহিরে বের হয় যাওয়ায় ভিতর থেকে বের হতে না পেরে চিৎকার করতে থাকলে আশেপাশের লোকজন সাবাল দিয়ে বহু চেষ্টার বিনিময়ে তাকে টেনে হিচড়ে ক্ষত বিক্ষত অবস্থায় বের করেন এবং চালকের সহযোগীসহ তাদেরকে চাঁদপুর সদর হাসপাতালে পাঠিয়ে দেন।

জানা যায়, চালক মোহাম্মদ লেয়াকত বেপারীর বাড়ি চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট এলাকায়।

শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের দপাদার নুরুল ইসলাম জানান, আমি খবর পেয়ে ঘটনাস্থলে গ্রাম পুলিশ পাঠিয়েছি এবং স্থানীয়দের সহযোগিতায় আহতদেরকে চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়। পিকআপটি চরম ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্টাফ করেসপন্ডেট, ৯ জুন ২০২২

Share