চাঁদপুরের শাহরাস্তিতে ২কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। থানা সূত্রে জানা যায় ১১ জুন শনিবার সকালে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে বানিয়াছোঁ বাস স্ট্যান্ড যাত্রী ছাউনির সামনে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুরগামী বোগদাদ বাস তল্লাশি করে ২ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেন।
আটককৃত যুবক হলেন শরীয়তপুর জেলার, পালন থানার, আমতলী গ্রামের শাহজাহান মোল্লার ছেলে মোঃ ইসরাফিল মোল্লা (৩০)। সে দীর্ঘদিন যাবত মাদক কারবারি করে আসছিল।
অভিযানে নেতৃত্ব দেন শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান এর নেতৃত্বে, উপ পরিদর্শক (এসআই) মহিউদ্দিন, মোঃ কামাল হোসেন, মোঃ সাইদুর রহমান, জনি কান্তি দে ও সঙ্গীয় ফোর্স।
এ বিষয়ে শাহরাস্তি থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজি করা হয়েছে।
প্রতিবেদক: জামাল হোসেন, ১১ জুন ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur