বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন এর সভাপতি জহির উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে শনিবার ১৭ ডিসেম্বর ২০২২ সকাল ১০ টায় ঢাকায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ অডিটোরিয়ামে সংগঠনের জাতীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে নেতৃবৃন্দ স্কুল-কলেজের এমপিও নীতিমালার সাথে সামঞ্জস্য রেখে মাদ্রাসার এমপিও নীতিমালা সংশোধন, সহকারী অধ্যাপক বা জ্যেষ্ঠ প্রভাষক পদে পদোন্নতি অনতিবিলম্বে কার্যকর করা ও সহকারী শিক্ষকদেরকে উচ্চতর (৮ম) গ্রেড প্রদান সহ ইনক্রিমেন্ট বৈষম্য নিরসনের দাবি জানান।
সংগঠনের মহাসচিব মোহাম্মদ দেলোয়ার হোসেন শিক্ষক-কর্মচারীদেরকে সরকারী নিয়মে বাড়িভাড়া,উৎসব ভাতা, চিকিৎসা ভাতা প্রদান ও বদলি প্রথা চালুকরণ সহ মাদ্রাসা জাতীয়করণের দাবি জানান।

এসময় সংগঠনের সভাপতি জহির উদ্দিন হাওলাদার বলেন,‘কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর পৃথক করায় পদে পদে শিক্ষক-কর্মচারীদেরকে বৈষম্যের শিকার হতে হচ্ছে। অধিদপ্তরের উদাসীনতায় আজও সহকারী অধ্যাপক পদে পদোন্নতি বাস্তবায়ন হয়নি এবং ইনক্রিমেন্ট বৈষম্য নিরসন হয়নি। ভুল ব্যাখ্যা দিয়ে সহাকারী শিক্ষকদের ৮ম গ্রেড প্রদান করা হচ্ছে না। তিনি শিক্ষকদের সকল যৌক্তিক দাবি পূরণে শিক্ষামন্ত্রী র হস্তক্ষেপ কামনা করেন।’
তিনি আরও বলেন,‘বর্তমানে দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে শিক্ষক-কর্মচারীদের জীবনযাপন কষ্ট কর হয়ে পড়েছে। বর্তমান বেতন দিয়ে কারও মাস চলেনা। তাই শিক্ষক-কর্মচারীদেরকে ৫০ শতাংশ মহার্ঘভাতা প্রদানের দাবী জানান তিনি।’
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রিয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি ফজলুল বারী বেলাল,ড.মো. মোখলেছুর রহমান, শহিদুল ইসলাম,সহ-সভাপতি মো.সামছুল কবির শামীম,মো.হোসনি মোবারক,তাসলিমা সুলতানা মুন্নী, আব্দুল কাদের জনি, সিনিয়র যুগ্ম-মহাসচিব মো.ওয়ালিদ হোসেন,যুগ্ম-মহাসচিব মো. আতাউর রহমান, মো.মোস্তাফিজুর রহমান, মো.আব্দুল মালেক, মো.গোলাম মোস্তফা,সাংগঠনিক সম্পাদক গুল মো. মাহবুবুল্লাহ,মো.আল-আমিন সরকার,নুরুল আমিন শিশির,মো.ফারুক রশিদ,পরিকল্পনা সম্পাদক সালেহ উদ্দিন জিন্নাহ,অর্থ-সম্পাদক খোরশেদ কবির মাসুদ,দপ্তর সম্পাদক আরিফ ইমাম,প্রচার সম্পাদক রাফি উদ্দিন শামীম,প্রকাশনা সম্পাদক মো.মোস্তাক আহমেদ,সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হক, মো. লালচাঁদ,মো.শাহিনুল ইসলাম,মো. মশিউর রহমান,মো.ওবায়দুর রহমান,মুসফিকা চৌধুরী সহ কেন্দ্রিয় কার্যনির্বাহী কমিটির বোরহান উদ্দিনসহ সকল নেতৃবৃন্দ।
আবদুল গনি
১৮ ডিসেম্বর ২০২২
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur