চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ মোশারফ হোসেন বলেছেন, ধানের শীষ এদেশের উন্নয়ন, স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতীক। একটি ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন ও অসাম্প্রদায় নতুন বাংলাদেশ গড়তে আসন্ন নির্বাচনে সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় চাঁদপুর শহরের বিভিন্ন এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
এর আগে তিনি চাঁদপুর শহরের জামতলা, বকুলতলা মালি কলোনী ও বড়স্টেশন হরিজন কলোনির সরস্বতী পূজা মণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের ধর্মপ্রাণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
মোশারফ হোসেন বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষ মিলেমিশে আন্দোলন-সংগ্রাম করেছে। বিএনপি সবসময় ধর্মীয় সম্প্রীতি ও সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তায় বিশ্বাস করে। আমাদের লক্ষ্য এমন একটি বাংলাদেশ গড়া, যেখানে কেউ পরিচয়ের কারণে বৈষম্যের শিকার হবে না।”
তিনি আরও বলেন, “সনাতন ধর্মাবলম্বীরা এ দেশের অবিচ্ছেদ্য অংশ। তাদের সুখ-দুঃখ, নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় বিএনপি অতীতেও কাজ করেছে, ভবিষ্যতেও করবে। ধানের শীষের বিজয়ের মধ্য দিয়েই জনগণের অধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে।”
এ সময় স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন তিনি এবং পূজা আয়োজনের সার্বিক খোঁজখবর নেন।
পূজা মণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মুহম্মদ মোজাম্মেল হক, সাবেক ছাত্রনেতা মোঃ ইউসুফ আলীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রতিবেদক: আশিক বিন রহিম/
২৩ জানুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur