সাম্প্রতিক ঘটনা প্রবাহ নিয়ে সংবাদ সম্মেলন করেছে চাঁদপুর জেলা বিএনপি। ২৪ সেপ্টেম্বর মঙ্গলাবার বিকেল ৪টায় চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়ে। এ সময় সাংবাদকিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড.সলিম উল্যাহ সেলিম। বক্তব্যে তিনি বলেন,‘ ছাত্র-জনতার আন্দোলনে আমরা স্বৈরাচারমুক্ত দেশ পেয়েছি।
১৭ বছরের স্বৈরাচার হাসিনা সরকার আর টিকতে না পেরে ভারতে পালিয়ে গেছে। কিন্তু তার প্রেতাত্মারা এখনো সক্রিয়। সেই আওয়ামী প্রেতাত্মারা এখন বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে। তারা এখন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের ভাবমুক্তি খুন্ন করতে উঠে পড়ে লেগেছে। তারা চাঁদপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের একটি অংশের ছাত্রদের উপর ভর করেছে। কিন্তু তা এদেশের জনগণ মেনে নিবে না। চাঁদপুর জেলা বিএনপি সর্বশক্তি দিয়ে তাদেরকে প্রতিহত করবে। আমরা সর্বদা জাগ্রত আছি। যারাই বিএনপির অপপ্রচারে লিপ্ত হবে তাদেরকে খুঁজে বের করা হবে। সে যদি আমাদের দলেও কেউ হয় তাহলেও তাকে কোনো ছাড় দেয়া হবে না। সে যে হোক যারা আওয়ামী প্রেতাত্মাদের দোষর হয়ে কাজ করবে তাদের আমরা ক্ষমা করবো না।
বৈষম্যবিরোধী ছাত্রদের আন্দোলনে প্রেসক্লাবের সম্মানিত সাংবাদিকদের বাদ দিয়েছেন। বৈষম্যবিরোধী নামের কতিপয় ছাত্ররা চাঁদপুর থানার মধ্যে ঢুকে সেখানে একজন পুলিশ বেদম প্রহার করেছেন। বৈষম্যবিরোধী ছাত্ররা বিভিন্ন অংশে বিভক্ত হয়ে একটি গোষ্টির কথিত সরকারের প্রেতাত্মা হিসেবে কাজ করছে। এটা কি বৈষম্যবিরোধী ছাত্রদের কাজ?অন্তবর্তী সরকার গঠনের পর বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আর কোন কাজ থাকে না।
চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. একেএম সলিম উল্লাহ সেলিম বলেছেন, আওয়ামী লীগ প্রেতাত্মারা বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের মধ্যে ঢুকে পড়েছে। তাদের পতিত সরকারের টাকায় বৈষম্যবিরোধী ছাত্র ভাই বোনদেন একাংশকে ভুল বুঝিয়ে বিএনপি বিরোধী রাজনৈতিক প্রতিপক্ষরা নানাভাবে বিএনপি কে প্রশ্নবিদ্ধ করতে উঠে পড়ে লেগেছে যা মোটেও কাম্য নয়।
এডভোকেট একেএম সলিম উল্লাহ সেলিম বলেন,আমরা বৈষম্য বিরোধী একাংশ ছাত্র ভাই-বোনদের সত্য ও সঠিক বিষয়টি বুঝা এবং জানার জন্য এ গভীর ষড়যন্ত্র থেকে দূরে থাকার জন্য আহ্বান জানাচ্ছি। বৈষম্য বিরোধী আন্দোলনে থাকা ছাত্র জনতা ঐক্যবদ্ধ থাকতে এবং সেই সাথে ব্যক্তি বা রাজনৈতিক নেতাদের ক্রীয়ানক হয়ে কাজ না জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে চাঁদপুর জেলা বিএনপির নেতৃবৃন্দ এবং চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্তসহ চাঁদপুরের বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন
নিজস্ব প্রতিবেদক, ২৪ সেপ্টেম্বর ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur