বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৮ সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। পূর্বে ঘোষিত আহ্বায়ক কমিটির চারজন নিয়ে এ কমিটির আকার দাঁড়াল ২২ জনে।
২১ নভেম্বর বৃহস্পতিবার কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে রয়েছেন- মো. মাহিন সরকার, রাশিদুল ইসলাম রিফাত, নুসরাত তাবাসসুম, লুৎফর রহমান, আহনাফ সাঈদ খান, তারেকুল ইসলাম (তারেক রেজা), তারেকুল ইসলাম, মেহেরাব হোসেন সিফাত, আসাদুল্লাহ আল গালিব, মোহাম্মদ রাকিব, সিনথিয়া জাহিন আয়শা, আসাদ বিন রনি, নাইম আবেদীন, মাহমুদা সুলতানা রিমি, ইব্রাহীম নিরব, রাসেল আহমেদ, রফিকুল ইসলাম আইনী, মঈনুল ইসলাম।
এছাড়া পদাধিকার বলে আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, সদস্য সচিব আরিফ সোহেল, মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ এবং মুখপাত্র উমামা ফাতেমা কমিটির সদস্য থাকবেন।
চাঁদপুর টাইমস ডেস্ক/ ২২ নভেম্বর ২০২৪