যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচীব মোঃ রেজাউল মাকসুদ জাহেদী তারুণ্যের উৎসবের ধারণা ও উদ্দেশ্য সংক্রান্ত বিষয় বলেন, যুবকদের বৈশ্বিক আধুনিক প্রযুক্তির সাথে তাল মিলিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে। ক্রিকেটের শক্তিকে কাজে লাগিয়ে যুবসমাজকে ঐক্যবদ্ধ করা, তরুণদের মাঝে সামাজিক ও পরিবেশগত মূল্যবোধ প্রচার পরিবর্তনকে ধারণ করে বৈশ্বিক আধুনিক প্রযুক্তির সাথে তাল মিলিয়ে নতুন বাংলাদেশ গড়া, দেশীয় সংস্কৃতি ও মূল্যবোধকে জাগিয়ে তোলা, যুব সমাজকে সৃজনশীল উদ্দীপনায় উজ্জীবিত করে একটি উৎসবমুখর পরিবেশ তৈরি, তরুণদের মেধা, শক্তি-আবেগ, উদ্ভাবনী ক্ষমতা ও উদ্যোক্তা মনোভাবকে জাগ্রত করে অর্থনৈতিক সুযোগ সৃষ্টি, ঘরোয়া ক্রিকেট ও খেলাধুলার মানোন্নয়ন ও স্থানীয় প্রতিভার অন্বেষণ, যুবদের আত্ম-উন্নয়ন, নেতৃত্ব ও চরিত্র গঠনের সুযোগ সৃষ্টি করে পারস্পরিক সহনশীলতা ও সহানুভূতিশীল করে তোলাই তারুণ্যের উৎসবের মূল লক্ষ্য। এ লক্ষ্যকে সাফল্যমণ্ডিত করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তবেই দেশ ও পৃথিবী বদলানো সম্ভব হবে। মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন আয়োজিত তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে আজ ৪ জানুয়ারি বিকাল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তবে তিনি এ কথা গুলো বলেন।
মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ১৯৮৬ বিসিএস প্রশাসন ব্যাচ জাকির হোসেন কামাল, জাতীয় ক্রিড়া পরিষদ মন্ত্রনালয়ের যুগ্মসচিব মোহাম্মদ আমিনুল ইসলাম, যুব ও ক্রিড়া মন্ত্রনালয়ের যুগ্মসচিব মোহাম্মদ জোবায়েদ হোসেন, চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসিন উদ্দিন। আলোচনা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রিড়া সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানের পূর্বে বেলুন উড়িয়ে তারুণ্য উৎসবের উদ্বোধন করা হয়। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে “এসো দেশ বদলাই-পৃথিবী বদলাই” প্রতিপাদ্ধ বিষয় নিয়ে একটি আনন্দ র্যালি বের হয়। র্যালির পূর্বে ব্যাডমিন্টন টুর্ণামেন্ট এর উদ্বোধন করা হয়।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ৪ জানুয়ারি ২০২৪