হাজীগঞ্জ

এবার হাজীগঞ্জ ইউএনও বৈশাখী বড়ুয়ার করোনা শনাক্ত

হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া করোনায় আক্রান্ত হয়েছেন। আজ তার করোনা রিপোর্ট পজেটিভ আসে। অর্থাৎ তিনি করোনায় আক্রান্ত। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল্লাহ আল মাহমুদ জামান।

তিনি বলেন, যেহেতু নির্বাহী কর্মকর্তার করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। তাই এখন তিনি সিভিল সার্জনের পরামর্শ অনুযায়ী চলবেন।

গত ২৭ এপ্রিল তার নমুনা সংগ্রহ করা হয়েছিল। ২৮ এপ্রিল ঢাকার শিশু হাসপাতালে টেস্ট করা হলে রিপোর্ট পজেটিভ আসে। বুধবার দুপুরে ওই রিপোর্ট চাঁদপুরের সিভিল সার্জন অফিসে এসেছে।

এদিকে একই উপজেলার এক ব্যাংক কর্মকর্তার করোনা রিপোর্ট পজেটিভ আসছে। তার বাড়িটি লকডাউন করে দিয়েছে উপজেলা প্রশাসন।

এর আগে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন ডাক্তার করোনায় আক্রান্ত হয়েছিল। বর্তমানে তিনি করোনামুক্ত। এছাড়া চাঁদপুরের কয়েকজন পুলিশ সদস্য ও ম্যাজিস্ট্রেটের করোনা টেস্ট করে রিপোর্ট নেগেটিভ এসেছে।

আরো পড়ুন- হাজীগঞ্জ ইউএনও ও ব্যাংক কর্মকর্তাসহ চাঁদপুরে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১৭
প্রতিবেদক : জহিরুল ইসলাম জয়, ২৯ এপ্রিল ২০২০

Share