Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় ঝুঁকিপূর্ন বৈদ্যুতিক খুটিঁ, দুর্ঘটনার আশঙ্কা
বৈদ্যুতিক

কচুয়ায় ঝুঁকিপূর্ন বৈদ্যুতিক খুটিঁ, দুর্ঘটনার আশঙ্কা

কচুয়া উপজেলার ৪নং পালাখাল মডেল ইউনিয়নের ভূঁইয়ারা গ্রামে ঝুকিঁপূর্ন বৈদ্যুতিক খুটিঁ থাকায় যেকোনো সময় পড়ে দূর্ঘটনার আশঙ্কা রয়েছে। ভূঁইয়ারা স্কুল সংলগ্ন সড়কটি দিয়ে প্রতিনিয়ত যানবাহান,পথচারী,স্কুল ও কলেজ শিক্ষার্থী যাতায়াত করে থাকেন। বৈদ্যুতিক খুটিঁটি পড়ে দুর্ঘটনার কবলে পড়তে পারেন তারা।

স্থানীয়রা জানান, ওই সড়কে বৈদ্যুতিক খুটিঁটি ঝুলে থাকায় দুর্ঘটনা ঘটতে পারে। এতে করে প্রানহানি সহ যেকোনো আকস্মিক ঘটনা হতে পারে। বর্তমানে ওই খুটিটি স্থানান্তর না করা প্রয়োজন।

স্থানীয় ভূঁইয়ারা গ্রামের মনির হোসেন নামের এক ব্যক্তি পালাখাল পল্লী বিদ্যুৎ উপ-কেন্ন্দ্রে খুটি স্থানান্তর করার জন্য আবেদন করতে গেলেও গ্রহন করেননি এবং কোনো ধরনের সুপরামর্শ দেয়নি।

এদিকে ঝুকিঁপূর্ন এ বৈদ্যুতিক খুটিটি দ্রুত সরিয়ে নতুন করে সমান্তরাল স্থানে স্থাপন করতে কচুয়া পল্লী বিদ্যুৎ সমিতির সু-দৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।

প্রতিবেদকঃজিসান আহমেদ নান্নু