হাজীগঞ্জ

হাজীগঞ্জে প্রতিবন্ধীর বেয়াল জাল ভাংচুরের অভিযোগ

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার হরিপুরে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে বেয়াল জাল ভাংচুর করার অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে মঙ্গলবার (১ নভেম্বর) বেয়াল জালের মালিক প্রতিবন্ধী ইয়াছিন হাজীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে বলে জানা যায়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, হরিপুর মধ্যপাড়া দশআনী বাড়ীর আ.মান্নানের প্রতিবন্ধী ছেলে ইয়াছিন (২৭) গত কয়েক বছর ধরে বেয়াল জাল দিয়ে জীবিকা নির্বাহ করে আসছে। পূর্ব শত্রুতার জের ধরে গত সোমবার রাত একটার দিকে একই গ্রামের মজুমদার বাড়ীর মৃত আ.হাসিম মিয়ার ছেলে ওসমান ও পাটওয়ারী বাড়ীর আকু পাটওয়ারীর ছেলে কালামনা দুই জনে মিলে বেয়ালটির জাল ছিড়ে পেলে ও বাশ কেটে টুকরো করে রাখে।
পাশ্ববর্তী বসতঘরের লোকজন ভেঙ্গে পেলার আওয়াজ শুনে ঘটনাস্থলে উপস্থিত হলে তারা অন্য দিক দিয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে ভূক্তভোগী পরিবারের লোকজন জানায়, ‘তাদের সাথে গত দুই মাস পূর্বে একটি তুচ্ছ ঘটনা ঘটে। তারই আলোকে তারা বেয়াল জাল ভাংচুর করে শত্রুতা উদ্ধার করেছে। আমরা ধাওয়া করার পূর্বেই অল্পের জন্য তারা রক্ষা পেয়ে পালিয়ে যায়।’

ঘটনার পর থেকে অভিযুক্তদের কাউকে পাওয়া যায়নি।

: আপডেট, বাংলাদেশ সময় ১০:৩০ পিএম, ১ নভেম্বর ২০১৬, মঙ্গলবার
ডিএইচ

প্রতিবেদক- জহিরুল ইসলাম জয়, হাজীগঞ্জ

Share