চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের জনতা বাজার এলাকায় মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বেড়ি বাঁধে হঠাৎ ভাঙ্গন শুরু হয়েছে। শুক্রবার দিবাগত রাতে বাঁধে ভাঙন দেখা দেয়।
হঠাৎ ভাঙনে ওই এলাকার হাজার হাজার মানুষ চরম আতঙ্কে রয়েছেন। তবে এখন পর্যন্ত বাঁধের ভেতর পানি প্রবেশ করেনি। বাঁধ রক্ষায় স্থানীয়রা বাঁশ, গাছ, ডালপালা দিয়ে ভাঙন প্রতিরোধ করার চেষ্টা করছেন।
স্থানীয়রা জানান, রাতের কোনো এক সময়ে বেড়ি বাঁধের একাংশ দেবে যায়। স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে জনপ্রতিনিধি ও প্রশাসনকে জানায়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার শুক্রবার রাতে চাঁদপুর প্রবাহকে জানান, মতলব উত্তরে জনতা বাজার এলাকায় ১৫০ মিটার এলাকায় মেঘনার ভাঙন দেখা দিয়েছে। এতে ঝুঁকিতে রয়েছে মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের ওই এলাকার বাঁধ। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তাৎক্ষণিক অবহিত করা হয়েছে।
আরও পড়ুন- মতলব মেঘনা-ধনাগোদা বেড়িবাঁধ সড়ক উন্নয়নে ১২১ কোটি টাকা একনেকে অনুমোদন
প্রতিবেদক : খান মোহাম্মদ কামাল, ১৮ সেপ্টেম্বর ২০২০