Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মতলবের মেঘনা-ধনাগোদা বেড়িবাঁধ রক্ষায় সতর্ক থাকতে হবে: ডিসি
বেড়িবাঁধ

মতলবের মেঘনা-ধনাগোদা বেড়িবাঁধ রক্ষায় সতর্ক থাকতে হবে: ডিসি

চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান বলেছেন, ‘মতলবের মেঘনা-ধনাগোদা সেচপ্রকল্প বেড়িবাঁধ রক্ষায় সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহবান জানান। সিলেটের বন্যার পানি আমাদের চাঁদপুর দিয়ে নামবে। কাজেই পানি বাড়তে পারে আমরা ঝুঁকির মধ্যে আছি। এজন্য বেড়ি বাঁধ রক্ষায় সরকারের পাশাপাশি আমাদের জনপ্রতিনিধি,শুশিল সমাজ, রাজনৈতিক ব্যক্তিবর্গ,সাংবাদিক সবাইকে একযোগে এলাকার স্বার্থে নিজেদেরকে দূর্যোগের ভয়াভয়তা থেকে রক্ষা পেতে এক হয়ে কাজ করতে হবে। বেড়ি বাঁধ কোথাও কোন সমস্য দেখা দিলে তাৎক্ষনিক বিষয়টি প্রশাসনকে জানালে ব্যবস্থা করা হবে।’

২৩ জুন বৃহস্পতিবার চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলার জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধান,সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সম্প্রতি সিলেটে বন্যা ভয়াভয় অবস্থা বিরাজ করছে। মানুষজন মানবেতর জীবন যাপন করছে। সরকার সেখানকার মানুষদের কষ্ট লাগবে যথাযথ প্রদক্ষে গ্রহণ করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী সার্বক্ষনিক সেখানকার অবস্থা তদারকি করছেন এবং খোঁজখবর রাখছেন।

জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুসারে দেশ যেভাবে এগিয়ে চলছে তাতে আগামী ২০৪১ সালের মধ্যে এই দেশ একটা উন্নত দেশে পরিণত হবে। আমাদের মাথাপিছু আয় হবে ১২ হাজার ৫০০ ডলার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সব চিন্তার কেন্দ্রবিন্দু হচ্ছে বাংলাদেশের সার্বিক উন্নয়ন। যার প্রমান স্বপ্নের পদ্মা সেতু আজ নির্মিত হয়েছে। যা আগামী ২৫ জুন শুভ উদ্বোধন হচ্ছে।

পদ্মা সেতুসহ আমরা ১০টি মেগা প্রকল্প বাস্তবায়ন হয়েছে। এ সকল পরিকল্পনা সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে আমরা ২০১৫ সালে নিম্ন মধ্যম আয়ের দেশে উত্তরণে সক্ষম হয়েছি। জাতিসংঘ আমাদের স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের বিষয়টি নিশ্চিত করেছে। এটি দেশের ধারাবাহিক অর্থনৈতিক উন্নয়নেরই প্রতিফলন ও স্বীকৃতি। জাতি হিসেবে এটি আমাদের জন্য অবশ্যই একটি বড় অর্জন। আশা করছি, আমরা উচ্চ মধ্যম আয়ের দেশে উন্নীত হবো।

উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপেিতত্ব ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাহফুজ মিয়ার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস,সহকারী কমিশনার(ভূমি)হেদায়েত উল্লা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতায়ের হোসেন খান সুফল,মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ শাহজাহান কামাল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোজাম্মেল হক, গজরা ইউপির চেয়ারম্যান শহীদ উল্লা প্রধান, ফতেপুর পূর্ব ইউপির চেয়ারম্যান নূর মোহাম্মদ ,ষাটনল ইউপির চেয়ারম্যান ফেরদৌস আলম, শাহাজাহন প্রধান, সাংবাদিক বোরহান উদ্দিন ডালিম, সমাজ সেবা অফিসার আনিসুর রহমান তপু প্রমূখ। এসময় উপজেলার ইউপি চেয়ারম্যান,মুক্তিযোদ্ধা,বিভাগীয় কর্মকর্তাগন,রাজনৈতিক ব্যক্তি ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এর আগে জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান মতলব উত্তর থানা পরিদর্শন করেন। এসময় মতলব উত্তর থানার অফিসার ইনজার্চ ওসি মুহাম্মদ শাহজাহান কামাল ও ওসি তদন্ত মাসুদ ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এপর বেলা ১১ টার সময় উপজেলা পরিষদের মতবিনময় সভায় যোগদান করেন। সেখানে জেলা প্রশাসক কামরুল হাসানকে উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস ফুল দিয়ে শুভেচ্ছা ও স্বাগত জানান।

এছাড়াও ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও ছেংগারচর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী আলহাজ্ব নাসির উদ্দিন মিয়া জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান। সভাশেষে তিনি ছেংগারচর পৌর পরিষদ পরিদর্শন করেন। বিকেল আড়াইটার সময় তিনি মতলব উত্তর উপজেলা ত্যাগ করে চাঁদপুর রওয়ানা দেন।

উল্লেখ্য জেলা প্রশাসক কামরুল হাসান চাঁদপুরে যোগদানের পর মতলব উত্তরে এটি তার প্রথম আগমন। আজ বৃহস্পতিবার তিনি মতলবে ব্যস্ততমদিন অতিবাহিত করেছেন।

নিজস্ব প্রতিবেদক, ২৩ জুন ২০২২