‘বেহেস্তের টিকেট বিক্রি করা আর রাষ্ট্র পরিচালনা করা এক নয়’
সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও চাঁদপুর-১ কচুয়া আসনে বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী ড. আ ন ম এহছানুল হক মিলন একটি দলকে উদ্দেশ্য করে বলেছেন, নির্বাচনী প্রচারনায় ভোট চাওয়ার নামে, বেহেস্তের টিকেট বিক্রি করা আর রাষ্ট্র পরিচালনা করা এক নয়। আপনারা কি কখনো রাষ্ট্র ক্ষমতায় ছিলেন।
এ ধরনের কর্মকান্ড থেকে বিরত থাকার আহবান জানিয়ে তিনি আরো বলেন. আমি শিক্ষা প্রতিমন্ত্রী থাকা কালীন নকল প্রতিরোধের মাধ্যমে সারাদেশে শিক্ষাঙ্গণে নকল মুক্ত করেছি। চাঁদপুরে জাটকা ইলিশ ধরা নিধন করেছি। চাঁদপুরে লঞ্চ-ঘাট সঠিক জায়গায় নির্মাণ করে, যাত্রী দূর্ভোগ ও দূর্ঘটনা কমেয়েছি। আপনাদের দোয়া ও সমর্থনে ১২ ফেব্রুয়ারী নির্বাচনে আবারো সংসদ সদস্য নির্বাচিত হলে এই কচুয়া উপজেলাকে দেশের মধ্যে শ্রেষ্ঠ শিক্ষানগরী হিসেবে গড়ে তুলবো।
তিনি শুক্রবার বিকেলে চাঁদপুরের কচুয়া উপজেলার ১নং সাচার ইউনিয়নের নয়াকান্দি গ্রামে নির্বাচনী প্রচারণা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন।
কচুয়া উপজেলা যুবদলের সভাপতি মো: মহিউদ্দিন মজুমদারের আয়োজনে এসময় বাংলাদেশ ওলামা দল কেন্দ্রিয় সদস্য সচিব এডভোকেট কাজী মাওলানা আবুল হোসেন, উপজেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক ড. আতিকুর রহমান, সহ-সভাপতি আব্দুল খালেক, সাংগঠনিক সম্পাদক এডভোকেট নজরুল ইসলাম, উপজেলা উত্তর বিএনপির সাধারণ সম্পাদক মো: ইউসুফ মিয়াজী, ইউনিয়ন বিএনপির সভাপতি সফিকুল ইসলাম সবু, সাবেক সভাপতি আলাউদ্দিন আখন্দ ও উপজেলা সেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক আতিকুর রহমান জুয়েল সহ দলীয় নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
২৩ জানুয়ারি ২০২৬