বেসিক ব্যাংকের অর্থ আত্মসাতের মামলায় এমআরএল অটোর পরিচালক সারোয়ার জাহান ও শামীম আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে।
ব্যাংকের ৭০ কোটি টাকা আত্মসাতের ঘটনায় দুদক তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে।
বেসিক ব্যাংকের ৭০ কোটিরও বেশি টাকা আত্মসাতের মামলায় দুই ব্যবসায়ীকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
শনিবার ভোর ৪টার দিকে জামালপুরের সুজাকান্দা ও স্টেশন রোড এলাকায় দুদকের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এরা হলেন, এমারেল্ড অটোব্রিকস গ্রুপের পরিচালক সারোয়ার জাহান ও শামীম আহমেদ সুজা।
বেসিক ব্যাংকে জালিয়াতির ঘটনায় গত বছরের ২১, ২২ ও ২৩ সেপ্টেম্বর ৫৬টি মামলা করে দুদক। এর আগে এমারেল্ড গ্রুপের আরেক স্বত্বাধিকারী সৈয়দ হাসিবুল গণিকেও গ্রেফতার করা হয়েছে আগেই। আসামিদের আজ জামালপুর আদালতে হাজির করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
নিউজ ডেস্ক : আপডেট ৩:১৪ পিএম, ৩০ এপ্রিল ২০১৬, শনিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur