বেসরকারি স্কুল,কলেজ ও মাদ্রাসার শিক্ষক নিয়োগের চূড়ান্ত তালিকা আগামী সপ্তাহে ১ম থেকে ১২ তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের আবেদনের ভিত্তিতে উপযুক্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষের এক তথ্যে জানা যায় ,সফটওয়ারের মাধ্যমে কাজ শেষ পর্যায়ে, চূড়ান্ত যাচাই-বাছাই চলছে। আগামী সপ্তাহে তালিকা প্রকাশ করা হবে।
এর আগে অনলাইন ভিত্তিক নিয়োগ কার্যক্রমের অংশ হিসেবে ৩০ হাজারের বেশি শিক্ষা প্রতিষ্ঠানের কাছ থেকে শূন্য পদের তালিকা সংগ্রহ করে নিবন্ধন কর্তৃপক্ষ। চলতি বছরের ৩০ জুন পর্যন্ত শূন্য পদের তালিকা দেয় প্রতিষ্ঠান প্রধানরা।
নিবন্ধন কর্তৃপক্ষের সূত্র মতে, ৬ হাজার ৫ম’৬২টি প্রতিষ্ঠানের কাছ থেকে ১৫ হাজার ১শ’২১টি পদের জন্য অনলাইনে চাহিদা পেয়েছেন। চলতি বছরের ১৬ আগস্ট পর্যন্ত প্রার্থীদের কাছ থেকে ১৪ লাখের মতো আবেদন জমা পড়েছে।
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এন্ট্রি লেভেলে শিক্ষক পদের প্রার্থী বাছাইয়ের ক্ষমতা পেয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ। (দৈনিক শিক্ষা বার্তা, সম্পাদনায় আবদুল গনি)
।। আপডটে, বাংলাদশে সময় ১০:১৩ পিএম, ৩ অক্টোবর ২০১৬, সোমবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur