Home / জাতীয় / ঝড় ও স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে
rain-weather
ফাইল ছবি

ঝড় ও স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে

চলতি মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। অক্টোবর মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আগারগাঁওয়ের ঝড় সতর্কীকরণ কেন্দ্রে ১ অক্টোবর বৃহস্পতিবার বিকেল েএক সভা শেষে এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

অক্টোবর মাসে দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া অক্টোবর মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) বাংলাদেশ থেকে বিদায় নেবে বলেও পূর্বাভাসে জানানো হয়।

এতে আরও বলা হয়, দেশের প্রধান নদ-নদীসমূহে স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে। সেপ্টেম্বর মাসের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে বলা হয়, এ মাসে সারাদেশে স্বাভাবিকের চেয়ে ৩৩.১ শতাংশ বৃষ্টিপাত বেশি হয়েছে।

আরও পড়ুন- আজকের আবহাওয়ার পূর্বাভাসে যা জানানো হল

তবে রাজশাহী বিভাগে স্বাভাবিক বৃষ্টিপাত; ঢাকা ও খুলনা বিভাগে স্বাভাবিকের চেয়ে কম এবং অন্যান্য বিভাগে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর।

ঢাকায় ১৯.৪ শতাংশ আর খুলনায় ২৯.৭ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। রংপুরে ১৩৩ শতাংশ, ময়মনসিংহে ৭১.৬ শতাংশ, সিলেটে ২৯.৬ শতাংশ এবং চট্টগ্রামে ২৪.৬ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে।